প্রচ্ছদ

জ্বলছে ইসরাইল, পালাচ্ছে লোকজন

২৬ নভেম্বর ২০১৬, ০৮:৫২

ফেঞ্চুগঞ্জ সমাচার

img_0131ইসরাইলে ভয়াবহ দাবানলের কারণে ৮০ হাজারের বেশি মানুষকে দেশটির উত্তরাঞ্চলীয় হাফিয়া শহর ছাড়তে হয়েছে। বন্ধ হয়ে গেছে বেশ কিছু সড়ক। অনেক বাসিন্দা তাদের বাড়িঘরে আটকা পড়েছেন।
দু’মাসের খরা এবং তীব্র বাতাসে আগুন দ্রুতই ছড়িয়ে পড়ছে। কাছের জেরুজালেম শহর ও পশ্চিম তীরেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কাও করা হচ্ছে।
ইসরাইলের পুলিশ প্রধান জানালেন, কিছু কিছু ক্ষেত্রে নাশকতামূলক আগুন দেয়া হয়েছে বলে সন্দেহ করছেন তারা।
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বললেন, ‘পরিকল্পিকভাবে আগুন দেয়া হলে তা হবে সন্ত্রাসী হামলার শামিল।’
এদিকে জড়িত সন্দেহে ৪ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরাইলি পুলিশ। আগুন নেভাতে ফিলিস্তিন সহায়তার প্রস্তাব দিলেও সাড়া দেয়নি ইসরাইল।
এ নিয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী গিলাদ এরদান বললেন, ‘কমপক্ষে অর্ধেক দাবানলের সৃষ্টি হয়েছে আগুন সন্ত্রাসের কারণে।’ অন্যদিকে অপর এক মন্ত্রী দাবানলের জন্য দেশের আরব সংখ্যালঘুদের দায়ী করছেন।

দমকলকর্মীরা তৃতীয় দিনের মতো দাবানল নেভানোর চেষ্টা করছেন। তাদের সহায়তার জন্য রিজার্ভ সদস্যদের তলব করেছে সেনাবাহিনী।
হাইফা মেয়র ইয়োনা ইয়াহাব বললেন, ‘নগরীতে বসবাসকারী আড়াই লাখ মানুষের মধ্যে ৮০ হাজার জনকে অপসারণ করা হয়েছে।’
উদ্ধারকারী সেবা সংস্থার প্রধান নাফতালি রোটেনবার্গ বললেন, ‘নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে আগুন। সেই সঙ্গে একটি বাড়ি থেকে তা অন্য বাড়িতে ছড়িয়ে পড়ছে। অনেকক্ষেত্রে বাসিন্দাদের ইচ্ছার বিরুদ্ধে তাদের বাড়ি থেকে সরিয়ে আনা হচ্ছে।’
নিজ বাড়ি থেকে পালিয়ে আসা হাইফার বাসিন্দা ইয়ায়েল হামে বললেন, ‘এটা খুবই ভীতিকর ছিল। প্রায় ২০ তলার মতো উঁচু হয়ে আগুন জ্বলছে।’
২০১০ সালে লাগা আগুনের চাইতে এবারেরটা আরো বেশি ভয়ঙ্কর হতে পারে। ২০১০ সালের দাবানলে সেখানে ৪৪ জনের প্রাণহানি হয়।https://youtu.be/0RHpUnupA7U

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার