রাখাইন রাজ্যে মানবাধিকার লংঘনের ঘটনা তদন্তের আহ্বান বার্নিকাটের
২৯ নভেম্বর ২০১৬, ০৮:৩৫
ঢাকা, ২৯ নভেম্বর, ২০১৬ : বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট মায়ানমারের রাখাইন রাজ্যে মানবাধিকার লংঘনের বিষয়ে পূর্ণাঙ্গ আনুষ্ঠানিক ও স্বচ্ছ তদন্তের আহবান জানিয়েছেন।
তিনি মায়ানমারের রাখাইন রাজ্যে নিরপরাধ বেসামরিক নাগরিকদের ওপর হামলার নিন্দা এবং ওই দেশের অভ্যন্তরে কি ঘটছে তা জানতে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের আহবান জানান।
রাষ্ট্রদূত আজ বিকেলে নগরীর ধানমন্ডিস্থ ইএমকে সেন্টারে কূটনৈতিক রিপোর্টারদের সংগঠন ডিক্যাব আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে এ আহবান জানান।
ডিক্যাবের সভাপতি আঙ্গুর নাহার মলির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক পান্থ রহমান। মার্কিন রাষ্ট্রদূত বলেন, তারা নির্বাচনের আগে এবং পরেও বার্মিজ সরকারের প্রতি সে দেশে বসবাসরত সকল লোকের অধিকারের প্রতি সম্মান প্রদর্শনের আহবান জানিয়ে তাদের ওপর চাপ সৃষ্টি করেন।
মায়ানমারের সশস্ত্র বাহিনীর নিপীড়নের প্রেক্ষিতে রোহিঙ্গা শরণার্থীদের আগমন মোকাবেলার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করে বলেন, ‘আমরা একটি বিষয়ে খুবই প্রশংসা করি যে, বাংলাদেশ সরকার অত্যন্ত দক্ষতা ও ধৈর্য সহকারে মায়ানমার সরকারের সঙ্গে এ বিষয়ে দ্বিপাক্ষিকভাবে কাজ করে যাচ্ছে।
এক প্রশ্নের জবাবে বার্নিকাট বলেন, যুক্তরাষ্ট্র রাখাইন রাজ্যের পরিস্থিতি সবসময় মনিটরিং করছে এবং এই সংকটে বিশ্ব সম্প্রদায়ের সাড়াদানের বিষয়ে বাংলাদেশ সরকারের আহবানের প্রেক্ষিতে এই পরিস্থিতিতে সমমনা দেশগুলোর সঙ্গে কাজ করতে চায়।
বাংলাদেশে নির্বাচন কমিশন গঠন প্রসঙ্গে বার্নিকাট বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেশ বাংলাদেশ সরকারের কাছে একটি অন্তর্ভুক্তিমূলক ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠিনের আহবান জানিয়েছে, যাতে ওই কমিশনটি ‘নিরপেক্ষ’ হয়।(বাসস)