প্রচ্ছদ

৪৫ তম বিজয় দিবসে “রাসেল-রক্তে স্বাধীনতা” ম্যাগাজিন প্রকাশ করছে নিউইয়র্ক শেখ রাসেল পরিষদ

০১ ডিসেম্বর ২০১৬, ২১:৪৫

ফেঞ্চুগঞ্জ সমাচার

c39eaa16-6fd5-46b5-9796-511d51876ef6-809-0000007631dc1a00_tmp৪৫ তম বিজয় দিবস উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ নিউইয়র্ক শাখা প্রকাশ করছে সংগ্রহযোগ্য ম্যাগাজিন। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক সেলিনা হোসেন, স্বাধীনতা পদকপ্রাপ্ত কবি নির্মলেন্দু গুণ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতু ও সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের, বাংলা একাডেমী পদকপ্রাপ্ত কবি কামাল চৌধুরী, নাসির আহমেদ, লুৎফর রহমান রিটন, আমীরুল ইসলাম, আসলাম সানী, সুজন বড়ুয়া, বিশ্ববাতায়নের কবি-কথাকার সালেম সুলেরী, শেখ রেহানার স্কুল বান্ধবী নাঈমা খান প্রমুখের লেখা সংযোজিত হচ্ছে।
শেখ রাসেল-এর নামে কেনো শিশু-কিশোর সংগঠন এবং কিভাবে কার্যক্রম চলছে, সে বিষয়েও থাকছে প্রামাণ্য প্রতিবেদন। পরিষদের সম্মানিত কেন্দ্রীয় মহাসচিব মাহমুদ-উস-সামাদ চৌধুরী এমপি উপহার দিচ্ছেন দুর্লভ স্মৃতিচারণ ও কথামালা। শেখ রাসেলকে নিয়ে হৃদয়াগ্রহী শুভেচ্ছা বার্তা গৃহীত হচ্ছে মহামান্য রাষ্ট্রপতি, স্পিকার, আওয়ামী লীগ ও অন্যান্য দলীয় রাজনীতিকবৃন্দের, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ববৃন্দের এবং আমেরিকার মূলধারার প্রশাসনিক ব্যক্তিবর্গের। শিশু-কিশোরদের অটিজম সমস্যা এবং সমাধানে বাংলাদেশ ও জাতিসংঘ-এর উদ্যোগ বিষয়ে বিশেষ নিবন্ধ। থাকছে সায়মা ওয়াজেদ পুতুলের প্রামাণ্য মূল্যায়ন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের সঙ্গে শেখ রাসেলের আরেক দফা দুর্লভ আলোকচিত্র। প্রত্যক্ষদর্শীদের চোখে শেখ রাসেলের শৈশব-কৈশোর। দেশ-বিদেশে শিশু-কিশোরদের কল্যাণে সংগঠনের অবদান সমূহের বিবরণ। সংগ্রহযোগ্য এই প্রামাণ্য ম্যাগাজিনটির নাম : ‘রাসেল-রক্তে স্বাধীনতা’। শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ যুক্তরাষ্ট্র শাখার পক্ষে প্রকাশ করছেন সভাপতি গোলাম এম খান লিপটন।
আগ্রহী লেখক, গবেষক, ফটোগ্রাফার, বিজ্ঞাপনদাতা, শুভান্যুধ্যায়ীদের ৫ ডিসেম্বর-এর মধ্যে যোগাযোগ করতে বলা হচ্ছে। উল্লেখ্য, ম্যাগাজিনটির প্রকাশনা সমন্বয় করছে মিডিয়া প্রতিষ্ঠান নিউজব্যাংক। সংশ্লিষ্ট ই-মেইল : –
newsbank.skrussel@gmail.com

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার