প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে গাজী বুরহান উদ্দিন (রহঃ) মাজারে গিলাপ প্রদান
২০ ডিসেম্বর ২০১৬, ১৬:৩০
ফেঞ্চুগঞ্জ সমাচার
সিলেট, ২০ ডিসেম্বর ২০১৬ : সিলেটের আদি মুসলিম গাজী হযরত বুরহান উদ্দিন (রহঃ) -এর মাজারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ফুল ও গিলাপ প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী মাজারের বার্ষিক ওরশে এই ফুল ও গিলাপ প্রদান করেন । পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার, একাত্তরের বীর শহীদ এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় মাজারের খাদেম আতাউর রহমান, মাজারের কর্মকর্তা শেখ জালাল ফরিদ উদ্দিনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বর্তমান সরকারের বরাদ্দে মাজারে চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন।(বাসস)