নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে শেষ দিনে প্রচারণা চলছে
২০ ডিসেম্বর ২০১৬, ১৬:৩২

নারায়ণগঞ্জ, ২০ ডিসেম্বর ২০১৬ : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনের শেষ দিনের প্রচারণা চলছে। সকাল সাড়ে নয়টায় আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী ষোলো নং ওয়ার্ডে অবস্থিত তার নিজ বাড়ির সামনে থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন।
তিনি দেওভোগ, বাবুরাইল, বেপারীপাড়া হয়ে সতের নং ওয়ার্ডের জল্লারপাড়া, নয়াপাড়া, পাইকপাড়া এলাকায় প্রচারণা চালাবেন। প্রায় একই সময়ে ১৭নং ওয়ার্ডের জল্লারপাড়া এলাকা থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন। তিনি ১৭ ও ১৮ নং ওয়ার্ডে প্রচারণা চালাবেন।
ডাঃ সেলিনা হায়াৎ আইভী নির্বাচনী প্রচারণায় বলেন, আমার অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য আমি জনগণের কাছে ভোট প্রার্থনা করি।
অন্যদিকে এডভোকেট শাখাওয়াৎ হোসেন তার নির্বাচনী প্রচারণায় আবারো সেনা মোতায়েনের দাবি জানিয়ে বলেন, এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সেনা মোতায়েন প্রয়োজন।
নারায়ণগঞ্জের রিটার্নিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার জানিয়েছেন, ১৯ ডিসেম্বর রাত বারোটা থেকে নারায়ণগঞ্জে বহিরাগতদের অবস্থান ও আগমন নিষিদ্ধ করা হয়েছে। এনসিসি এলাকায় বাস, মোটর সাইকেলসহ বিভিন্ন যানবাহন নিষিদ্ধ করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত বারোটা থেকে এনসিসি নির্বাচনের প্রচারণা বন্ধ হয়ে যাবে। ২২ ডিসেম্বর সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। (বাসস)