সেনাবাহিনীতে সংযোজিত এফএম-৯০ এয়ার ডিফেন্স মিসাইলের টেস্ট ফায়ারিং অনুষ্ঠিত
০৩ জানুয়ারি ২০১৭, ১৯:০৮
ঢাকা, ৩ জানুয়ারি, ২০১৭ : আধুরিকায়নের ধারায় বাংলাদেশ সেনাবাহিনীতে সংযোজিত এফএম-৯০ এয়ার ডিফেন্স মিসাইলের টেস্ট ফায়ারিং অনুষ্ঠিত হয়েছে।
এ্যাডহক এয়ার ডিফেন্স মিসাইল রেজিমেন্ট আর্টিলারির ব্যবস্থাপনায় আজ কক্সবাজারের নিদানিয়া এডি ফায়ারিং রেঞ্জে এ টেস্ট অনুষ্ঠিত হয়।
সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক প্রধান অতিথি হিসাবে এ টেস্ট ফায়ারিং প্রত্যক্ষ করেন। এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এফএম-৯০ মিসাইল বর্তমান সময়কার একটি অত্যাধুনিক বিমান বিধ্বংসী সমরাস্ত্র, যা বাংলাদেশ সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।
এ ক্ষেপনাস্ত্র সকল প্রকার বিমান, ড্রোন এবং এুুজ মিসাইলকে ভূপাতিত করতে সক্ষম। এটি প্রতিকূল আবহাওয়ার মধ্যেও দিন ও রাত্রিতে সমানভাবে কার্যক্রর।
এ মিসাইল বড় আকারের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার আকাশ প্রতিরক্ষা প্রদানে সেনাবাহিনীর সক্ষমতাকে এক নতুন উচ্চতায় উন্নীত করেছে।(বাসস)