প্রচ্ছদ

বিশ্বের নামকরা ১০ শহরের তিনটিই কানাডার

২৬ জানুয়ারি ২০১৭, ০৯:১২

ফেঞ্চুগঞ্জ সমাচার

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বের নামকরা ১০টি শহরের মধ্যে উঠে এসেছে কানাডার ৩ শহরের নাম। শহরের সুনাম নিয়ে জরিপকারী প্রতিষ্ঠান সিটি রেপট্রাকের করা এক জরিপে উঠে এসেছে এ তথ্য।

২০১৬ সালের সেরা শহরের তালিকায় টরন্টোর অবস্থান চতুর্থ। এর ঠিক আগেই রয়েছে সুইজারল্যান্ডের জুরিখের নাম। এ তালিকায় মন্ট্রিয়েল রয়েছে সপ্তম স্থানে। ২০১৫ সালের নামকরা শহরের তালিকায় মন্ট্রিয়েলের অবস্থান ছিল ২৯তম। অন্যদিকে কানাডার ভ্যাঙ্কুভার রয়েছে নবম অবস্থানে।

এ বিষয়ে রেপ্যুটেশন ইনস্টিটিউটের এক্সিকিউটিভ পার্টনার নিকোলাস জর্জ ট্র্যাড বলেন, শহরের রেপ্যুটেশনের তালিকায় এবারই প্রথমবার কানাডার শহরগুলো প্রথমদিকে অবস্থান করছে।

তিনি আরও বলেন, পর্যটন ও বিনিয়োগ ক্ষেত্রের নীতি-নির্ধারকদের জন্য সুনাম খুব গুরুত্বপূর্ণ কারণ লোকজনের ভ্রমণ, কাজ ও বসবাসের আগ্রহের সঙ্গে শহরের সুনাম খুবই গুরুত্বপূর্ণ। যেসব বিষয়ের দিকে নজর দিলে শহরের সম্মান বৃদ্ধি পায় সেগুলোর দিকে নজর দিয়ে শহর কর্তৃপক্ষ তাদের রাঙ্কিং উপরের দিকে নিয়ে যেতে পারেন।

সার্বিক দিক বিবেচনায় টরন্টো চতুর্থ হলেও বেশকিছু বিষয়ে টরন্টো শহর প্রথম দিকে এগিয়ে আছে। যেমন বসবাসের ক্ষেত্রে (১), কাজের ক্ষেত্রে (২), বিনিয়োগের ক্ষেত্রে (৩)।

অন্যদিকে বসবাসের আগ্রহের ক্ষেত্রে ভ্যাঙ্কুভার রয়েছে তালিকার ষষ্ঠ ও সপ্তম অবস্থানে। কাজের ক্ষেত্রে মন্ট্রিয়ল ষষ্ঠ অবস্থানে এবং ভ্যাঙ্কুভার রয়েছে সপ্তম স্থানে।

তবে ভ্রমণের দিক থেকে কানাডার কোনো শহরই তালিকার প্রথম ১০ এর ভিতরে নেই। এক্ষেত্রে প্রথম অবস্থানে ইতালির রোম।

সার্বিক দিক বিবেচনায় প্রকাশিত তালিকার প্রথম ১০টি দেশ হচ্ছে:

১. সিডনি, অস্ট্রেলিয়া।

২. ভিয়েনা, অস্ট্রিয়া।

৩. জুরিখ, সুইজারল্যান্ড।

৪. টরন্টো, কানাডা।

৫. স্টোকহোম, সুইডেন।

৬. এডিনবার্গ, যুক্তরাজ্য।

৭. মন্ট্রিয়েল, কানাডা।

৮. রোম, ইতালি।

৯. ভ্যাঙ্কুভার, কানাডা।

১০. কোপেনহেগেন, ডেনমার্ক।

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার