স্পিনে বাংলাদেশকে নেপালের হুমকি
০১ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৪৫
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের কাছে হারের পরপরই সুপার লিগ কোয়ার্টার-ফাইনালের প্রস্তুতি শুরু করেছে নেপাল। সম্ভাব্য প্রতিপক্ষ বাংলাদেশকে স্পিন দিয়ে বধের হুমকি দিয়ে রেখেছে দলটি।
সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপে নিজের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে খেলে নেপাল। সেই ম্যাচে ৭ উইকেটের হারে দ্বিতীয় হয়ে সুপার লিগ কোয়ার্টার-ফাইনালে উঠে দলটি।
‘এ’ গ্রুপের সেরা হতে পারে বাংলাদেশ। তবে তার জন্য গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নামিবিয়ার বিপক্ষে জিততে হবে মেহেদি হাসান মিরাজদের।
নেপালের অলরাউন্ডার আরিফ শেখ জানান, বাংলাদেশ বা নামিবিয়া যেই আসুক কোয়ার্টার-ফাইনালের ম্যাচে প্রস্তুত থাকবেন তারা।
“বাংলাদেশ অনেক শক্তিশালী দল। আমরা ওদের খেলা দেখেছি। এটা ওদের মাঠ। তবে আমাদের স্পিনারদের সামর্থ্য আছে ওদের পরীক্ষা নেওয়ার। সামর্থ্যের সেরাটা দিতে পারলে যে কাউকে হারানোর সামর্থ্য আমাদের আছে।”
সোমবার ম্যাচ শেষে নেপালের ড্রেসিং রুমে যান ভারতের কোচ রাহুল দ্রাবিড়। তার প্রশংসা নেপালের খেলোয়াড়দের আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়েছে বলে জানান আরিফ।
“তিনি আমাদের ড্রেসিং রুমে এসেছিলেন। আমাদের সঙ্গে কথা বলেছেন। আমাদের বোলিং আক্রমণের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, পুঁজি না পাওয়ায় এই ম্যাচে বোলারদের কিছু করার ছিল না।”
১৭৯ বল হাতে রেখে নেপালের দেওয়া ১৭০ রানের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ১৮ বলে অর্ধশতক করে যুব ওয়ানডেতে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েন উদ্বোধনী ব্যাটসম্যান ঋষভ পান্ত।
আরিফ জানান, ভারত ম্যাচকে নিজেদের বাজে একটা দিন হিসেবেই দেখছেন তারা, এর চেয়ে অনেক ভালো খেলার সামর্থ্য তাদের আছে।
“আমরা অনেক দূর যাওয়ার স্বপ্ন নিয়ে এসেছি। দক্ষিণ আফ্রিকা, নিউ জিল্যান্ডের মতো দলকে আমরা হারিয়েছি। নিজেদের ওপর আস্থা আমাদের বড় শক্তি।”
ব্যাটিং অলরাউন্ডার আরিফের বিশ্বাস, মিরপুরের উইকেটে ২২০/২৩০ রান করতে পারলে বাংলাদেশকেও হারানো সম্ভব হতে পারে।
তবে বাংলাদেশের বোলারদের সামলানোকেও বড় একটা চ্যালেঞ্জ মানছেন আরিফ, “লড়াইয়ের পুঁজি পেতে আমাদের ব্যাটসম্যানদের ভালো করতে হবে। ২২০/২৩০ রান করার সামার্থ্য আমাদের আছে।”
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন