মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি সিপিএ যুক্তরাজ্যের এশিয়া অঞ্চলের উপদেষ্টা মনোনীত
২৬ জানুয়ারি ২০১৭, ১০:৫২
২৬/০১/২০১৭ঃ সাইবার নিরাপত্তা ও সাইবার অপরাধ আন্তর্জাতিক সংসদীয় ই-হ্যান্ডবুক তার বিকাশের অংশ হিসেবে সিপিএ যুক্তরাজ্যের উপদেষ্টা কমিটির সদস্য হিসেবে এশিয়া অঞ্চলের আঞ্চলিক প্রতিনিধি মনোনীত হয়েছেন সিলেট-৩, আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী । উল্লেখ্য যে, গত ২৫-২৮ জুলাই ২০১৬ ইং অষ্ট্রেলিয়া ব্রিজবেনে অনুষ্টিতএশিয়া প্যাসিফিক রিজিওনাল ওয়ার্কসপ ফর পার্লামেন্টারিয়ান অন সাইবার সিকিউরিটি সাইবার ক্রাইম সম্মেলনে বাংলাদেশ পার্লামেন্টারিয়ান দলের প্রতিনিধিত্ব করেন এবং ৫ম অধিবেশনে সভাপতিত্ব করেন। আগামী ২৭-৩১ মার্চ ২০১৭ তারিখে যুক্তরাজ্য, লন্ডনে ” ইন্টারনেশনাল পার্লামেন্টারি কনফারেন্স অন নেশনাল সিকিরিটি & সাইবার সিকিরিটি ডে” অনুষ্ঠিত হবে উক্ত কনফারেন্সে ও বাংলাদেশ প্রতিনিধি দলের প্রতিনিধিত্ব করবেন জনাব মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি।
আরও উপদেষ্টা কমিটির সদস্য হিসেবে যারা আছেনঃ-
১. অস্ট্রেলিয়া (ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া) কেট Doust MLC উপ বিরোধীদলীয় নেত্রী
২. এশিয়া বাংলাদেশ জনাব মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি
৩. আমেরিকাস গিয়ানা জনাব ক্লেমেন্ট Rohee এমপি শ্যাডো জননিরাপত্তা মন্ত্রী
৪. ক্যারিবিয়ান জ্যামাইকা জুলিয়ান রবিনসন এমপি সাবেক রাজ্য বিজ্ঞান, প্রযুক্তি, জ্বালানি ও খনিজ শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী
৫. প্যাসিফিক নিউজিল্যান্ড-ড. শেন Reti এমপি ডেপুটি চেয়ারপার্সন, পররাষ্ট্র, প্রতিরক্ষা ও বাণিজ্য কমিটির
৬. আফ্রিকা তাঞ্জানিয়া জয়নাব Athman Katimba এমপি জন ইনভেস্টমেন্ট কমিটি ও স্থায়ী আদেশাবলী কমিটি
৭. ইউরোপ যুক্তরাজ্য TBC.