১ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে ৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি
১২ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:১৪
সিলেট-৩ আসনের এমপি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার যোগাযোগ ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। গ্রামীন জনপদের যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার মাধ্যমে জনগণের আশা আকাঙ্খা প্রতিফলন ঘটেছে। শিক্ষার মান উন্নয়নে একাডেমিক ভবন নির্মাণ, বেঞ্চ-ডেক্স ও বিদ্যুৎ সরবরাহ, কম্পিউটার ল্যাব, মাল্টিমিডিয়া ক্লাস, বিনামূল্যে বই বিতরণ, শিক্ষক স্বল্পতা দূরকরন, ছাত্রীদের উপবৃত্তি প্রদান সহ বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছে। এতে শিক্ষার্থীরা লেখাপড়ার প্রতি আগ্রহ সৃষ্টি হয়েছে। এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদেরকে আরো যত্নবান হতে হবে।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ১১ ফেব্রুয়ারী শনিবার দিনব্যাপী দক্ষিণ সুরমায় ১ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে ৩টি উন্নয়ন প্রকল্পের পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
পৃথক পৃথক অনুষ্ঠানে যথাক্রমে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী দূর্গেশ রঞ্জন দত্ত, সহকারী প্রকৌশলী রফিকুল হক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রাজ্জাক হোসেন, ক্ষিণ সুরমা থানার ওসি শাহ হারুন অর রশীদ, মোগলাবাজার থানার ওসি খায়রুল ফজল, লালাবাজার ইউপি চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, বিবিদইল বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল ওয়াহাব খোকা খান, প্রধান শিক্ষক সাইফুল ইসলাম রানা, বিবিদইল প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেলী বেগম, লালা বাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বুলবুল আহমদ, সাধারণ সম্পাদক এড. মুহিত হোসেন, মোগলাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শানর মিয়া, যুগ্ম সম্পাদক সেলিম আহমদ মেম্বার, সাবেক মেম্বার আব্দুল মুতলিব, সিরাজুল ইসলাম এরশাদ, সমছউদ্দিন মেম্বার, মকবুল হোসেন মেম্বার, সৈয়দ মুক্তার হোসেন, দিলওয়ার আলী রানা, শিক্ষক রুহেল আহমদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, সুহেল আহমদ কর্নেল, প্রদীপ কুমার, অধ্যাপক নিরুপম চক্রবর্তী শুভ্র, হাজী দুদু মিয়া, বাবুল মিয়া, কাওছার আহমদ, সুরমান আলী, কামাল আহমদ মেম্বার, লায়েক আহমদ জিকু, রুশন মিয়া, রোশন আহমদ মেম্বার, সৈয়দ ফয়জুল হোসেন পয়লা মেম্বার, রইছ আলী, হিমাংশু গোস্বামী, জুনেদ আহমদ, জহুর আলী, আং মজিদ, শাহ উবায়দুল হক, আব্দুর রহমান, নিজাম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ছদরুল ইসলাম, সহ সভাপতি দুলাল হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ, মইন উদ্দিন।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ৪৯ লাখ ৯৫ হাজার টাকা ব্যয়ে রেঙ্গা মাদরাসা আনিলগঞ্জ সড়ক পাকা করণ, ৩৫ লাখ ৬০ হাজার টাকা ব্যয়ে বাগেরখলা বাবুর বাজার সড়ক পাকাকরণ ও ২৮ লাখ ৬৭ হাজার টাকা ব্যয়ে বিবিদইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ভবনের ৩য় তলা ভবনের উদ্বোধন করেন।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন