বালাগঞ্জের উন্নয়নে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হবে-মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি
১৮ ফেব্রুয়ারি ২০১৭, ০৮:২৪
বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধিঃ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং সিলেট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, বালাগঞ্জের যোগাযোগক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হবে। বালাগঞ্জবাসীর দীর্ঘকালের স্বপ্ন উপজেলা সদরের বড়ভাগা নদীতে সেতু স্থাপন এবং সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কসহ উপজেলার অন্যান্য ইউনিয়নের গুরুত্বপূর্ণ সকল সড়কের উন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি যুগান্তকারী অনেক পরিকল্পনা বাস্তবায়নাধিন রয়েছে। তিনি বলেন, বর্তমান সরকারের চলতি মেয়াদে পর্যায়ক্রমে বালাগঞ্জের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন সাধিত হবে। বিশেষ করে সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কের শেষ প্রান্তে বড়ভাগা নদীতে সেতু স্থাপন করা হবে। বালাগঞ্জ যোগাযোগক্ষেত্রে আর পিছিয়ে থাকবে না।
আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরী ১৭ ফেব্র“য়ারি শুক্রবার বিকালে বালাগঞ্জ উপজেলা সদরে সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কের শেষ প্রান্তে বড়ভাগা নদীর ওপর প্রস্তাবিত সেতু এলাকায় স্থানীয় সিরিয়া সিএনজি স্টেশন থেকে ডাকবাংলো পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণকাজের উদ্বোধনকালে উপরোক্ত কথাগুলো বলেন। কাবিটা প্রকল্পের আওতায় ২লাখ ৯৪ হাজার টাকা ব্যয়ে এ কাজ বাস্তবায়ন করা হচ্ছে।
সড়ক নির্মাণ কাজের উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আবদাল মিয়া, বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ সিংহ, বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ মো. তরিকুল ইসলাম তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আছগর, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনহার মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমএ মতিন, বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মুনিম, পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মতিন, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, বালাগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হাবিবুর রহমানসহ স্থানীয় সাংবাদিক, ব্যবসায়ী, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ডাক বাংলায় বড়ভাগা নদীতে ব্রিজ নির্মান সহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়।