প্রচ্ছদ

নিউইয়র্কে জাকির খানের জানাজা সম্পন্ন এক নজর দেখার জন্য হাজারো জনতার ভিড়

২৫ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:৩৭

ফেঞ্চুগঞ্জ সমাচার

নিউইয়র্কে বাড়ি মালিকের ছুরিকাঘাতে নিহত বাংলাদেশি আবাসন ব্যবসায়ী বিশিষ্ট সমাজ সেবক বাংলাদেশী কমোনিটির খুব পরিচিত মুখ জাকির খানের জানাজা সম্পন্ন হয়েছে। শুক্রবার বাদ জুমা ব্রংকসের পার্কচেষ্টার মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। মরহুম জাকির খান এই মসজিদের আজীবন সদস্য ছিলেন শুধু তাই না তার পরিবারের সবাই কে এই মসজিদের আজীবন সদস্য করেছিলেন । মরহুম জাকির খানের জানাজায় হাজারের অধিক লোক হয়েছিল । নিউইয়র্কের বাংলাদেশ কমোনিটির রাজনৈতিক .সামাজিক. সাংস্কৃতিক বিশিষ্ট ব্যক্তিগণ, জাকির খানের ঘনিষ্ঠ বন্ধু সহকর্মীরা জানাজায উপস্থিত ছিলেন।
কমোনিটির বিশিষ্ট জনদের মধ্যে উল্লেখযোগ্য ব্যাক্তিরা হলেন . নিউইয়র্কের কনসাল জেনারেল শামীম আহসান. যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ বশারত আলী ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদ. ফারুক আহাম্মেদ .আব্দুর রহিম বাদশা . সোলাযমান আলী. বিএনপির নেতা গিয়াস আহাম্মেদ. বদরুল খান .এ্যাটলি মঈন চৌধরী . এন মজমদার বাংলাদেশ সোসাইটির সাধারন সম্পাদক রুহুল আমিন সহ কমোনিটির বিশিষ্ট ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
স্থানীয় সময় শুক্রবার রাতে ১০:৩০ মিনিটে এ্যামিরাতে জাকির খানের মরদেহ নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করবেন। সিলেটের ফেন্সুগঞ্জে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে বলে জানা গেছে।
নিউইয়র্কের ব্রুঙ্কসে বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজ বাসার সামনে বাড়িওয়ালার ছুরিকাঘাতে জাকির খান (৪৪) নিহত হয়েছেন। তার গ্রামের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ থানার পাঠানটিলা গ্রামে। নিউইয়র্কে পড়ালেখা করতে গিয়ে ১৯৯২ সালে যুক্তরাষ্ট্রে বসবাস শুরু করেন। তিনি স্ত্রী ও তিন সন্তানসহ স্বপরিবারে নিউইয়র্কে বসবাস করতেন।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার