ফেঞ্চুগঞ্জে সার পরিবহনে ভাড়া বৃদ্ধির দাবীতে মানববন্ধন
১৯ মার্চ ২০১৭, ১৫:২৮
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : সিলেটের ফেঞ্চুগঞ্জের শাহজালাল সারকারখানা থেকে দেশের বিভিন্ন জায়গায় সার পরিবহনে ভাড়া বৃদ্ধির দাবীতে মানববন্ধন করেছে ফেঞ্চুগঞ্জ-আশুগঞ্জ ট্রাক-কর্ভাডভ্যান মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের সদস্যরা। রোববার (১৯ মার্চ) সকালে ফেঞ্চুগঞ্জের শাহজালাল সারখানার মেইনগেলে ভাড়াবৃদ্ধির দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত একঘন্টা ব্যাপি মানববন্ধনে পরিবহন মালিক ও শ্রমিকরা অংশ গ্রহন করেন। মানববন্ধন চলাকালে পরিবহন মালিক সমিতির সভাপতি জাহিদুল হক চৌধূরীর সভাপতিত্বে এবং মারুফ হাসান ঝুনুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন,মাসুদুর রহমান,মোঃশাহজাহান,প্রবিত্র রঞ্জণ দাস,কামাল হোসেন,ইন্তাজ আলী,দিলীপ মোহন দাস,শাহ নেওয়াজ,সমির মিয়া,মোঃ হান্নান,জাহাঙ্গীঁর মিয়া,দেলওয়ার হোসেন ও মজনু মিয়া মিয়া। বক্তারা অবিলম্বে শাহজালাল সার কারখানা থেকে আশুগঞ্জ সারকারখানা প্রতি মেট্রিক টন৭শত টাকা,শাহজালাল সারকারখানা থেকে ঘোড়াশাল সারকারখানা ৯শ ৫০ টাকা,শাহজালাল সারকারখানা থেকে সম্ভুগঞ্জ গোডাউনে ১ হাজার ৫০ টাকা নির্ধারিণ এবং আনলোড পয়েন্টে ভাড়া দাবীতে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। দাবী না মানলে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।