স্বাধীনতার সুফল ভোগ করতে প্রতিটি নাগরিককে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে-সামাদ চৌধুরী এমপি
২৪ মার্চ ২০১৭, ০৯:০৬
সিলেট-৩ আসনের এমপি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সকলকে এক যুগে কাজ করতে হবে। বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ম শেখ হাসিনা দেশকে বর্হিবিশ্বের কাছে সুনাম অক্ষুণœ রাখতে সক্ষম হয়েছেন। স্বাধীনতার সুফল ভোগ করতে প্রতিটি নাগরিককে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। আমাদের নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে। যাতে নতুন প্রজন্ম দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়, দেশ দিন দিন সামনের দিকে অগ্রসর হচ্ছে। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হতে বেশীদিন দূরে নয়। তিনি শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ২৩ মার্চ বৃহস্পতিবার বিকেলে ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী মইন উদ্দিনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আব্দুল মালিক সাইস্তা, ছাত্রলীগ নেতা মাহবুবুল ইসলাম মিসলু ও যুবলীগ নেতা পারভেজ আহমদের যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত আলী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম মানিক, উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান শহিদুর রহমান রুমান, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম শ্যামা, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আলতাউর রহমান রুনু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মুহিব উদ্দিন বাদল, সাংগঠনিক সম্পাদক মামুন আহমদ নেওয়াজ, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক হাজী আবু মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম হোসেন।
ফেঞ্চুগঞ্জ সার কারখানা প্রাঙ্গনে বঙ্গবন্ধু স্কয়ারে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঘিলাছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহ আহমদ চৌধুরী, পূর্ব গৌরীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জালাল উদ্দিন, আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম চৌধুরী, নূরুল ইসলাম খোকন, শাহজালাল সার কারখানা সিবিএ সভাপতি সালেহ আহমদ, সাধারণ সম্পাদক রায়হান খন্দকার, পিপিএম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জুবেদ আহমদ চৌধুরী শিপু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিজন দেব নাথ, সহ সভাপতি ডি এম ফয়ছল, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল কয়েস, যুবলীগ নেতা আকিফুল হক ইমন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মাসার আহমদ শাহ, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনেদ আহমদ, ছাত্রলীগ নেতা জুবের আহমদ, শ্রমিক লীগ নেতা দিদারুল আলম, ছাত্রলীগ নেতা তামীম আহমদ, শেখ টিটু, নাহিদ সুলতান পাশা, ফয়ছল আহমদ, মোমিনুল হাসান, নাঈম আহমদ প্রমুখ।