বোমা হামলায় নিহত অপু ও ফাহিমের বাড়িতে মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি
০৯ এপ্রিল ২০১৭, ১১:০৭
দক্ষিণ সুরমা প্রতিনিধি ঃ
নগরীর দক্ষিণ সুরমার আতিয়া মহলে জঙ্গি আস্তানায় অভিযান চলাকালে পাঠানপাড়া এলাকায় জঙ্গিদের বোমা হামলায় নিহত ছাত্রলীগ নেতা অপু ও ফাহিমের বাসভবনে পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে যান সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী।
যুক্তরাজ্যে সরকারী সফর শেষে এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী দেশে প্রত্যাবর্তন করে ১১ এপ্রিল শনিবার দুপুরে বোমা হামলায় নিহত উপজেলা ছাত্রলীগের উপ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কুচাই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কামাল আহমদ কাবুলের পুত্র নিহত জান্নাতুল ফাহিমের কুচাইস্থ বাড়িতে যান। পরে তিনি নগরীর ২৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম আওলাদের একমাত্র পুত্র মহানগর ছাত্রলীগ নেতা নিহত ওয়াহিদুল ইসলাম অপুর ঝালোপাড়াস্থ বাসভবনে যান। এ সময় তিনি উভয় পরিবারের পিতা-মাতা সহ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। নিহতদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন ও অপুর বোনদের লেখাপড়ার জন্য এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর ব্যক্তিগত তহবিল থেকে প্রতিমাসে ৫ হাজার টাকা করে অনুদান প্রদান করবেন বলে আশ^াস প্রদান করেন। এ সময় তিনি অপুর সাথে থাকা আহত চাচাত ভাই স্বেচ্ছাসেবক লীগ নেতা নুরুল আলম পাপ্পুকে দেখতে বাসভবনে যান এবং তার চিকিৎসার খোঁজ-খবর নেন। পরে এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী বোমা হামলায় আহত ছাত্রলীগ নেতা সালমান আহমদ ইমনের বাড়িতে তাকে দেখতে যান। বিকেলে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন বোমা হামলায় আহত তেলীরাই বাসিন্দা বৃদ্ধ ফারুক মিয়াকে দেখতে যান।
এদিকে, ছাত্রদলের সন্ত্রাসী হামলায় আহত মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষারকে দেখতে ওসমানী হাসপাতালে যান এবং তার চিকিৎসার খোঁজ-খবর নেন। পরে জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক অসুস্থ এড. শেখ মকলু মিয়াকে দেখতে হাসপাতালে যান এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী।
এ সময় তারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ শিক্ষা সম্পাদক কবির উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী সাইফুল আলম, যুগ্ম সম্পাদক রাজ্জাক হোসেন, জেলা কৃষকলীগ সভাপতি শাহ নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ নেতা আলী রাজা, কুচাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহমান আনা, সাধারণ সম্পাদক আক্তার হোসেন, ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিন ইরান, সাধারণ সম্পাদক ছয়েফ খান, ২৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল বাছিত সেলিম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শীরু, শ্রমিক লীগ নেতা আব্দুস সাত্তার, ফেঞ্চুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম হোসেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল কয়েস, আওয়ামীলীগ নেতা শাহ জুনেদ আহমদ, এম এইচ ইসলাম, হাজী গুলজার আহমদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আশিক আলী, মুসাদ্দেক হোসেন মুসা, সাহাব উদ্দিন শাহিন, আব্দুস সালাম সাহেদ, গুলজার আহমদ জগলু, এড. শামীম আহমদ, ইকবাল হোসেন মিঠু, লয়েছে আহমদ, শাহিন আহমদ, আলমগীর হোসেন, জাহাঙ্গীর আলম, রকিব আলী, বাহার উদ্দিন, সেলিম আহমদ মেম্বার, আব্দুল বাছিত ছোবা মেম্বার, আহমদ আলী মেম্বার, ছালেহ আহমদ, ছাদেক আহমদ, সোহেল আহমদ প্রমুখ।