প্রচ্ছদ

পি.পি.এম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ

১৬ এপ্রিল ২০১৭, ১৩:১৯

ফেঞ্চুগঞ্জ সমাচার

ফেঞ্চুগঞ্জ উপজেলার পি.পি.এম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মিলাদ মাহফিল ১৫ এপ্রিল শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জুবেদ আহমদ চৌধুর শিপুর সভাপতিত্বে ও শিক্ষক আজিমা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান শহিদুর রহমান রুমান, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম শ্যামা, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আনিসুর রহমান, ফেঞ্চুগঞ্জ থানার ওসি আব্দুস ছালেক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত আলী, মাহমুদ উস সামাদ ফারজানা গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কিরীতি ভুষণ আচার্য্য, হাটুভাঙ্গা দারুচ্ছুন্না দাখিল মাদরাসার সুপার মো: বাহা উদ্দিন।

স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুস সহিদ। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন আলতাউর রহমান রুনু, শিক্ষানুরাগী সদস্য মঈন উদ্দিন আহমদ, সহকারী শিক্ষক শামছুল ইসলাম, সমাজসেবী সয়েব আহমদ চৌধুরী, আরাফ উদ্দিন, মুজিবুর রহমান, মুক্তি রাণী চক্রবর্ত্তী, মানিক লাল দেবনাথ, আব্দুল মুকিত চৌধরী, আব্দুর রউফ, শিক্ষক শহীদুজ্জামান, সাংবাদিক মামুনুর রশীদ, আব্দুল মালেক শাইস্তা, জাহিদুল ইসলাম সুনাম, মুহিবুর রহমান বাদল, আব্দুল আওয়াল কয়েছ প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ছাত্র তালাল ওয়াজিহ খান জিহান ও গীতা পাঠ করে ছাত্রী চৈতী রানী দাস।

বার্ষিক মিলাদ শেষে দোয়া পরিচালনা করেন সহকারী শিক্ষক মাওলানা সুলাইমান আহমদ।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার