প্রচ্ছদ

ফেঞ্চুগঞ্জে শেষ হলো বৈশাখী মেলা

১৭ এপ্রিল ২০১৭, ১৩:১৮

ফেঞ্চুগঞ্জ সমাচার

ফেঞ্চুগঞ্জের চন্ডী প্রসাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩দিন ব্যাপী বৈশাখী শেষ হলো রবিবার। সবখানেই ছিল জমজমাট দর্শক সমাগম। দর্শনার্থীর ভিড়ে মেলা মাঠ ছিল সরগরম।

তবে পয়লা বৈশাখের শুরুর দিনে দর্শকের মনে যতটা প্রাণোচ্ছ্বাস ছিল, বর্ষবরণ উৎসবের শেষ দিনে দর্শকের চোখেমুখে ততটাই ছিল মিলনমেলা ভাঙার বিরহ-বেদনা। আয়োজকদের চোখেমুখেও ছিল বিষাদ-ব্যথা।

ফেঞ্চুগঞ্জ উপজেলা বর্ষবরণ উদযাপন পরিষদের কর্তৃক আয়োজিত বৈশাখী মেলা মাঠে রবিবার শেষ দিনে গিয়ে এমন চিত্রই দেখা গেছে। বৈশাখী মেলাকে ঘিরে ৩ দিন ধরে জমে উঠেছিল হাজারো প্রাণের মিলনমেলা। তবে শেষ দিনে মেলাজুড়ে ছিল বিদায় আর বিচ্ছেদের মলিন চিত্র। ফেঞ্চুগঞ্জ উপজেলা বর্ষবরণ উদযাপন পরিষদ ৩বছর ধরে বর্ষবরণ উপলক্ষে এই মেলার আয়োজন করে আসছে।

এবারের বৈশাখী মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান, পুতুলনাচ ছাড়াও ছিল নীলফামারী থেকে আসা সাপুড়ে রবিউল ইসলামের বিষধর সাপ নিয়ে অনবদ্য খেলা দেখানোর পাশাপাশি জীবন্ত সাপের মাথা কেটে রক্ত পান করার শ্বাসরুদ্ধকর দৃশ্য।

এডওয়ার্ড পার্কের ওস্তাদ আলাউদ্দিন মঞ্চে প্রতিবছর সাপের খেলা দেখাতে নীলফামারীর গোড়গ্রাম থেকে আসেন সাপুড়ে রবিউল ইসলাম।
রবিউল ইসলাম বলেন, ‘টাকার জন্য সাপের খেলা দেখাতে আসি না। সাপ নিয়ে খেলা করা আমার নেশা। সাপ অবলা প্রাণী, একে হত্যা করাটা খুব কষ্টকর। কিন্তু কয়েক বছর ধরেই সাপের বিষ হজম করার সাধনা করছি। জ্যান্ত সাপের মাথা দাঁত দিয়ে কামড়িয়ে আলাদা করে রক্ত পান করছি। এটা ২৫ বছর ধরে সাপ নিয়ে সাধনার ফল। এতে দর্শক আনন্দ পায়, সেই আনন্দতেই সুখ খুঁজি।’

এ ছাড়া শেষ দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন, বাউল শিল্পী রমেশ ঠাকুর,রত্না বাউল, জালালী সালমা ও জেসমিন খান প্রমুখ।

এসময় উপস্হিত ছিলেন ফেঞ্চুগঞ্জের বিশিষ্ট ব্যক্তিবর্গ।ফেঞ্চুগঞ্জ উপজেলা বর্ষবরণ উদযাপন পরিষদের সভাপতি মাসার আহমদ শাহ্ বলেন, সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর দিক নির্দেশনায় আমরা এত সুন্দর আয়োজন করতে পেরেছি। ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ, ফেঞ্চুগঞ্জ থানা, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, ফেঞ্চুগঞ্জ প্রেস ক্লাব’র ও ফেঞ্চুগঞ্জ বাজারের ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আরো বলেন, ফেঞ্চুগঞ্জবাসীর সার্বিক সহযোগীতায় আমরা এত সুন্দর আয়োজন করে সফল হয়েছি।

সাধারণ-সম্পাদক জালাল আহমদ জনি বলেন, দল-মত,ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা উৎসব পালন করি।তিনি বৈশাখী উৎসবের উদারতা ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করার জন্য তরুন প্রজন্ম ও রাজনৈতিক কর্মীদের প্রতি আহ্বান জানান। যুগ্ন সাধারণ-সম্পাদক জাবেদুর রহমান ডেনেস বলেন, সামাজিক ও পারিবারিক জীবনে দেশপ্রেমে উদ্ধুদ্ধ হয়ে নিজ নিজ দায়িত্ব পালন করে দেশকে একটি সুখী সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করতে সকলের প্রতি আহ্বান জানান।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার