ঘিলাছড়ায় হাতির তান্ডব, এলাকায় আতংক
১৮ এপ্রিল ২০১৭, ১৯:০৬
ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়ায় হাতির তান্ডবে আতংকিত হয়ে পড়েছেন এলাকাবাসী। মঙ্গলবার দুপুর দুইটা থেকে হাতির বেপরোয়া তান্ডব শুরু হয়।। জঙ্গল ভাঙ্গা শুরু করে হাতিটি। আতংকিত এলাকাবাসী পালাতে থাকেন।
খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসের দুই ইউনিট ও ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে নিরাপত্তা রক্ষার চেষ্টা করছেন।
হাতির মাউত সাগর জানান- তারা সিলেট বিয়ের অনুষ্ঠান শেষে মৌলভীবাজার যাচ্ছিলেন হঠাৎ হাতিটি বেপরোয়া হয়ে মৃত করম উল্লাহর বাড়িতে ঢুকে পড়ে। আতংকিত লোকজন পালিয়ে যান। হাতিটি বাড়ির গাছ পালা সব ভাঙ্গতে শুরু করে। সন্ধ্যায় হাতিটি পুকুরে নামে ও দানবিক তাণ্ডবলীলা চালিয়ে পুকুর পার ভেঙ্গে ভীতিকর অবস্থা সৃষ্টি করে।
সাগর আরো জানান- তাদের মালিক আসার পথে।
ফেঞ্চুগঞ্জ থানার এস. আই আশরাফ আহমেদ জানান- আমরা সতর্ক আছি। আশেপাশের লোকদের সুবিধাজনক স্থানে সরানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আতংকিত এলাকাবাসী বলেন- রাতের মধ্যে হাতিটি নিরাপদে না সরালে বিপদ ঘটতে পারে।
এদিকে ঘিলাছড়া এলাকাবাসীকে সতর্ক করার জন্য এলাকায় মাইকিং করা হচ্ছে।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন