হাকালুকি হাওরের দূষণ প্রতিকারে ১ টন চুন ছিটানো হয়েছে
১৯ এপ্রিল ২০১৭, ১৬:১৬
হাকালুকি হাওরের পরিবেশ দূষণের প্রতিকারে এবং হাওর পারের মানুষের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপক কর্মসূচি গ্রহন করা হয়েছে।
অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের পানিতে হাকালুকি হাওরের বোরো ফসল পানিতে তলিয়ে যাওয়ায় ধান পচে হাওরের পানি দূষণের কারণে হাওরের মাছ রক্ষায়
আজ বুধবার সকালে হাকালুকি হাওরের ফেঞ্চুগঞ্জ উপজেলাধীন অংশে পানি দূষনের প্রতিকারে ১ হাজার কেজি চুন পানিতে ফেলা হয়।
এছাড়া হাওরের পানিতে ভেসে উঠা বিষাক্ত মাছ না খেতে গণ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রশাসনের উদ্যোগে হাওর পারে মাইকিং করা হয়।
হাওর পরিদর্শন করেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিণষদের অস্থায়ী চেয়ারম্যান শহিদুর রহমান রোমান, জেলা মৎস্য অফিসার সুলতান আহমেদ,ভারপ্রাপ্ত ইউএনও মোঃ আনিছুর রহমান, উপজেলা কৃষি অফিসার চন্দন কুমার মহাপাত্র, উপজেলা মৎস্য অফিসার উম্মূল ফারা তাজকিরা।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন