বালাগঞ্জে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন ও দরিদ্রদের মধ্যে টেউটিন বিতরন
২৮ এপ্রিল ২০১৭, ২৩:১৩
নাহিদ সুলতান পাশা
সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার । প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এদেশের কৃষকদের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন । অকাল বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন। পাশাপাশি কৃষকদের সহানুভুতির জন্য তিনি সরেজমিনে পরিদর্শনে আসছেন। এতেই বুঝা যায় তিনি কৃষকদের জন্য কতটুকু আন্তরিক । তিনি সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের স্বচ্ছতার সহিত দায়িত্ব পালন করার আহবান জানিয়ে দুর্গতের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান।
মাহমুদ উস সামাদ চৌধুরী গতকাল শুক্রবার বিকালে বালাগঞ্জ উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে এমএ খান অডিটোরিয়াম প্রাঙ্গনে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা ২০১৭ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে উপরোক্ত কথাগুলো বলেন।
বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ সিংহের সভাপতিত্বে ও উপকৃষি কর্মকমর্তা বিজয় দে ও আবুল কাশেম হিমেলের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান মোঃ শহিদুর রহমান নোমান, বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আজগর, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস.এম জালাল উদ্দিন, ফেঞ্চুগঞ্জ মুক্তিযোদ্বা কমান্ডার আক্রম খান, পূর্ব গৌরিপুর ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, পশ্চিম গৌরিপুর ইউপি চেয়াররম্যান,মো. আমিরুল ইসলাম মধু, বালাগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম এ মতিন, দেওয়ানবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদিও খসরু, বালাগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ময়নুল ইসলাম ছালেহ, ছাত্রলীগ নেতা জিয়াউল হক পান্না প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আব্দুল মালেক। শুরুতে কোরআন তেলাওয়াত করেন উপকৃষি কর্মকমর্তা মোঃ আলী আহমদ।
এর আগে তিনি আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ঘোষনা করেন। পরে প্রধান অতিথি দেওয়ানবাজার, পশ্চিম গৌরিপুর ও পূর্বগৌরিপুরের ১৬ জন দরিদ্রদেও মধ্যে ৩২ বান টেউটিন বিতরন করেন। উক্ত অনুষ্টানে প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, সুধীজন উপস্থিত ছিলেন। মেলায় ১৫টি স্টল অংশগ্রহণ করেছে।