সিলেটের আঞ্চলিক মহাসড়ক সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পসহ একনেকে ৫ প্রকল্পের অনুমোদন
০৩ মে ২০১৭, ১৫:২৩
সিলেট অঞ্চলের গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পসহ একনেক ১০ হাজার ৫৫১ কোটি টাকা ব্যয়সম্বলিত ৫টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। মঙ্গলবার এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় এ অনুমোদন দেয়া হয়।
সভায় ১৭ লাখ পরিবারের জন্য গৃহনির্মাণ এবং ৪০ হাজার ভূমিহীন পরিবারকে পুনর্বাসনে অতিরিক্ত ৩ হাজার ৬৭১ কোটি টাকা ব্যয়সহ আশ্রায়ন-২ প্রকল্পের সংশোধনী অনুমোদনও দেওয়া হয়।
বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল সাংবাদিকদের জানান, আশ্রায়ন-২ প্রকল্পের সংশোধনীসহ একনেক ১০ হাজার ৫৫১ কোটি টাকা ব্যয়সম্বলিত ৫টি প্রকল্প অনুমোদন করেছে। পুরো ব্যয়ের অর্থ আসবে রাষ্ট্রীয় কোষাগার থেকে।
তিনি বলেন, আশ্রায়ন-২ প্রকল্পের (সংশোধন) অধীনে সরকার ১৭ লাখ পরিবারকে তাদের নিজস্ব জমিতে ঘর নির্মাণ করে দেবে এবং ৪০ হাজার ভূমিহীন পরিবারকে ব্যারাকে পুনর্বাসন করবে। এতে মোট ব্যয় হবে ৪ হাজার ৮৪০ কোটি টাকা।
অন্য চারটি প্রকল্প হচ্ছে- গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক সম্প্রসারণ ও উন্নয়ন (সিলেট অঞ্চল), নরসিংদী জেলার মনোহরদী উপজেলায় হাতেমদি থেকে সাগরদি পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ, বাগেরহাটের চিতলমারীতে পাটগাতি মহাসড়কের সম্প্রসারণ এবং প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন