ক্ষতিগ্রস্ত জনগণের ক্ষতি পুষিয়ে নিতে সরকার সহযোগিতা করে যাচ্ছে -মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি
০৭ মে ২০১৭, ০০:৩১
সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার অকাল বন্যায় বোরো ফসল ক্ষতিগ্রস্ত কৃষক ও মৎস্যজীবীদের কথা চিন্তা করে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বিশেষ বরাদ্দ প্রদান করা হয়েছে। যার ফলে ক্ষতিগ্রস্ত লোকজন ত্রাণ পেয়ে কিছুটা হলেও তাদের ক্ষতি পুষিয়ে নিতে সক্ষম হচ্ছেন। ইউনিয়ন পরিষদের মাধ্যমে ক্ষতিগ্রস্তরা টানা ৩ তিন মাস বিশেষ বরাদ্দের আওতায় ৩০ কেজি চাউল ও নগদ ৫০০ টাকা করে পাচ্ছেন। এরই ধারাবাহিকতায় দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের একাংশে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হচ্ছে। ত্রাণ বিতরণে কোন ধরনের অনিয়ম কেউ করতে পারবে না। সঠিক ক্ষতিগ্রস্তদের মধ্যে এই ত্রাণ বিতরণ করা হচ্ছে।
মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ৬ মে শনিবার সকালে ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেঞ্চুগঞ্জ ইউনিয়নে ও ঘিলাছড়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত লোকদের মধ্যে পৃথক পৃথক অনুষ্ঠানে ত্রাণ বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠান দু’টিতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান শহীদুর রহমান রোমান, উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত আনিসুর রহমান, ফেঞ্চুগঞ্জ থানার ওসি নাজমুল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা চন্দ কুমার মহাপাত্র, ফেঞ্চুগঞ্জ ইউপি চেয়ারম্যান জাহিরুল ইসলাম মুরাদ, ঘিলাছড়া ইউপি চেয়ারম্যান আশরাফ বাবুল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মহিব উদ্দিন বাদল, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই খসরু, আওয়ামীলীগ নেতা জুবেদ আহমদ চৌধুরী শিপু, ঘিলাছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কমর উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মিছবাহ হোসেন চৌধুরী, মাইজগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল মালেক সাইস্তা, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নেতা শাহজাহান শাহ, ফেঞ্চুগঞ্জ ইউপি আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক লোকমান আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিজন দেবনাথ, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল কয়েছ, পারভেজ আহমদ, আরিফ আহমদ চৌধুরী প্রমুখ।
পরে মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি উপজেলা পরিষদ মিলনায়তনে মণিপুর চা-বাগান শ্রমিকদের মধ্যে সমাজসেবা অফিসের মাধ্যমে চা-শ্রমিকদের মধ্যে শাড়ী ও লুঙ্গি বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু সাঈদ মিয়া।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন