প্রচ্ছদ

চৌধুরী বাজার রাখালগঞ্জ সড়কের সংস্কার কাজের উদ্বোধন করলেন -সামাদ চৌধুরী এমপি

১৪ মে ২০১৭, ১২:০৩

ফেঞ্চুগঞ্জ সমাচার

সিলেট-৩ আসনের এমপি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার উন্নয়নমুখী সরকার। সুষ্ঠ পরিকল্পনার মাধ্যমে দেশ এখন উন্নয়নের মহাসড়কে। দেশব্যাপী উন্নয়নের ধারাবাহিকতায় সিলেট-৩ নির্বাচনী এলাকায় উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। গত ৮ বছরে আমার নির্বাচনী এলাকা দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ (একাংশ) যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ সহ অবকাঠামোগত যে উন্নয়ন হয়েছে অতীতে আওয়ামীলীগ ব্যতিত কোন সরকার তা করতে পারেনি। ইনশাআল্লাহ আওয়ামীলীগ যতদিন ক্ষমতায় থাকবে এদেশের উন্নয়ন সাধিত হবে। তিনি আরো বলেন, আগামীতে নির্বাচনী এলাকার হাটবাজারে সরকারী উদ্যোগে সৌর বিদ্যুৎ দিয়ে হাটবাজার গুলো আলোকিত করা হবে।

এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ১৩ মে শনিবার ৩ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে মোগলাবাজার-ঢাকাদক্ষিণ (ডিএম সড়ক), দাউদপুর চৌধুরী বাজার থেকে রাখালগঞ্জ পর্যন্ত সংস্কার কাজের উদ্বোধন কালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

দাউদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আহমদ হোসেন খোকনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আতিকুল হকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী উৎপল সামন্ত, দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার শাহেদ মোস্তফা, উপবিভাগীয় প্রকৌশলী নূরুল মজিদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী সাইফুল আলম, যুগ্ম সম্পাদক রাজ্জাক হোসেন, মোগলাবাজার থানার ওসি মোঃ খায়রুল ফজল।

দাউদপুর চৌধুরী বাজারস্থ শাহ দাউদ মার্কেট প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দাউদপুর ইউপি চেয়ারম্যান এইচএম খলিল, সাবেক চেয়ারম্যান নূরুল ইসলাম আলম, মোগালাবাজার ইউপির সাবেক চেয়ারম্যান হাজী চুনু মিয়া, কৃষকলীগ নেতা হাজী দুদু মিয়া, লন্ডন প্রবাসী এমরান শিকদার, ঠিকাদার এ কে এম আশরাফ উদ্দিন, খিজির খান, ফেঞ্চুগঞ্জ মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম হোসেন, ফেঞ্চুগঞ্জ স্বেচ্ছাসেবকলীগের সা. সম্পাদক আব্দুল আউয়াল কয়েস, আতিকুর রহমান, কুচাই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আখতার হোসেন, মোগলাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহমদ মেম্বার, দাদউপুর ইউপি সদস্য শরীফ আহমদ লিটু, ছাত্রলীগ নেতা মনসুর আহমদ, নন্দন পাল, দুলাল আহমদ প্রমুখ। এর আগে এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৭৫ জন গরীব দুস্থ লোকের মধ্যে ২ বান্ডিল করে ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকা করে বিতরণ করেন। উপজেলা কমপাউন্ডে লাইট পোস্টগুলোতে সুইচ টিপে সৌর বিদ্যুতের উদ্বোধন করেন।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
164Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার