প্রচ্ছদ

সিলেট জেলা পরিষদের ৩ নং ওয়ার্ডের নির্বাচন আগামীকাল

২২ মে ২০১৭, ২১:৪৪

ফেঞ্চুগঞ্জ সমাচার

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি::আর মাত্র কয়েক ঘন্টা বাকী আগামীকাল ২৩শে মে ১৭ইং মঙ্গলবার সকাল ৯ ঘটিকা থেকে দুপুর ২ ঘটিকা পর্যন্ত ফেঞ্চুগঞ্জের কাসিম আলী উচ্চ বিদ্যালয়ে সিলেট জেলা পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ডের ভোট গ্রহন অনুষ্টিত হবে। ৩নং ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ৬৩ জন। ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ৩৭জন (নতুন দুটি ইউনিয়নের প্রশাসক নিয়োগ আছেন), অপরদিকে দক্ষিণ সুরমা উপজেলার ২টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২৬জন। ভোট যুদ্ধে নেমেছেন ৫জন, এরমধ্যে ফেঞ্চুগঞ্জ উপজেলা থেকে ৩জন,দক্ষিণ সুরমা উপজেলা থেকে ২জন।
ফেঞ্চুগঞ্জ উপজেলা থেকে যারা প্রার্থী হয়েছেন তারা হলেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল আউয়াল কয়েস (হাতি মার্কা), কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবদুল আহাদ খান জামাল (ক্রিকেট ব্যাট), শিক্ষক আবদুল্লাহ আল মামুন (বৈদ্যুতিক পাখা)।
দক্ষিণ সুরমা উপজেলা থেকে প্রার্থী হয়েছেন সাংবাদিক ফয়ছল আহমদ মুন্না (টিউবওয়েল মার্কা) এবং ব্যবসায়ী ইছন মিয়া (তালা মার্কা)।
শেষ মূহুর্তের হিসাব-নিকাশে এগিয়ে আছেন কয়েস, ইছন ও জামাল। সাবেক ছাত্রনেতা কয়েস ক্লিন ইমেজ হিসেবে সবার কাছে পরিচিত ও প্রয়াত ইউপি সদস্য আবুল কালামের (লেদু মেম্বার) সন্তান হওয়ার কারণে চেয়ারম্যান-মেম্বারদের তার প্রতি সুদৃষ্টি রয়েছে ।
এদিকে ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার বিমেলেন্দু কিশোর পাল জানান, নির্বাচনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ জেলা পরিষদ নির্বাচনকে নিয়ে সাধারণ জনগনের বেশ কৌতুহল লক্ষ করা গেছে।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার