প্রচ্ছদ

‘বাংলাদেশে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম বৃহৎ খাত হচ্ছে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন’

২৯ মে ২০১৭, ১২:০৩

ফেঞ্চুগঞ্জ সমাচার

২৯ মে, ২০১৭  : বাংলাদেশে বর্তমানে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম বৃহৎ খাত হচ্ছে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন।
‘আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা’ দিবস উপলক্ষে রোববার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে অনুষ্ঠিত ‘জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সফলতা’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা একথা বলেন।
পিসকিপার্স মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ ও কোয়ালিশন অব লোকাল এনজিওস, বাংলাদেশ যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে।
হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনায় সভায় গ্রামীণ শক্তি সামাজিক ব্যবসার ব্যবস্থাপনা পরিচালক সালেহা বেগম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য নারগীস জাহান বানু, গার্মেন্টস শ্রমিক নেতা সুলতানা বেগম, বজলুর রহমান বাবলু, বাহারানে সুলতান বাহার, লাভলী ইয়াসমিন, শামীমা শিরিন, কামরুন নাহার, সাহিদা সরকার, নাগরিক পরিষদের আহ্বায়ক শামসুদ্দিন, পরিবার কল্যাণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক কর্নেল (অব.) ডাক্তার আব্দুল লতিফ মল্লিক প্রমুখ বক্তৃতা করেন।
বক্তারা বলেন, বাংলাদেশ সশস্ত্র বাহিনী, বাংলাদেশ পুলিশ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সফল নেতৃত্বের কারণে বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ শান্তিসেনা প্রেরণকারী দেশ হিসেবে স্বীকৃতি অর্জন করেছে।
শান্তিরক্ষা মিশনে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ দ্যাগ হ্যামারশোল্ড শান্তি পুরস্কারে ভূষিত হয়েছে উল্লেখ করে বক্তারা বলেন, ‘আমাদের বিশ্বাস, বাংলাদেশ শান্তিরক্ষা মিশনে অবদানের জন্য ‘নোবেল’ শান্তি পুরস্কার অর্জন করবেই।’
তারা বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সফলতার কারণে বাংলাদেশ এলডিসিভুক্ত দেশগুলোসহ জাতিসংঘের নানা ফোরামে এখন নেতৃত্বে দিচ্ছে।(বাসস)

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
7Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার