প্রচ্ছদ

৯৮ লাখ টাকা ব্যয়ে উপজেলা প্রাণিসম্পদ উন্নয়ন কেন্দ্রের উদ্ভোধন করলেন- মাহমুদ উস সামাদ চৌধুরী

১০ জুন ২০১৭, ২৩:৫৪

ফেঞ্চুগঞ্জ সমাচার

দক্ষিণ সুরমা প্রতিনিধি: সিলেট-৩ আসনের এম.পি প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস-সামাদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের প্রাণি সম্পদের উন্নতি সাধনে বহুমুখী প্রকল্প চালু করেছেন। ফলে দেশের কৃষকরা গবাদি পশু পালনে আগ্রহ সৃষ্টি হচ্ছে এবং খামারী গড়ে উঠছে। আমরা ইতিমধ্যে দেশে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ অর্জন করেছি। প্রাণি সম্পদের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পথে অগ্রসর হচ্ছি। প্রাণি সম্পদ উন্নয়নে প্রতিটি উপজেলায় বর্তমান সরকার অত্যাধুনিক প্রাণি সম্পদ কেন্দ্র বা পশু হাসপাতাল স্থাপন করা হচ্ছে। ফলে কৃষকরা তাদের পালিত গরু, ছাগল, হাঁস, মুরগি সহ বিভিন্ন প্রাণিজাত পশু সহজে হাসপাতাল থেকে চিকিৎসা নিচ্ছে। শুধু তাই নয় বর্তমান সরকার জনগণের দোরগড়ায় স্বাস্থ্য সেবা পৌছে দিয়েছে। এতে জনগণ এর সুফল ভোগ করতে সক্ষম হয়েছেন। বর্তমানে দেশের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থার অমূল পরিবর্তন হওয়ায় দেশ দিন দিন এগিয়ে যাচ্ছে। ফলে বহিঃবিশ্বে বাংলাদেশ একটি আত্মনির্ভরশীল দেশ হিসেবে পরিণত হতে চলেছে।
এম.পি মাহমুদ উস-সামাদ চৌধুরী ১০ জুন শনিবার সকালে ৯৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত দক্ষিণ সুরমা উপজেলা প্রাণি সম্পদ উন্নয়ন কেন্দ্রের উদ্ভোধন ও খামারী সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী অফিস শাহেদ মোস্তফার সভাপতিত্বে ও সেলিম আহমদ মেম্বার এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নুরুল ইসলাম, জেলা কৃত্রিম প্রজনন সহকারী পরিচালক ডাঃ শফিউল আহাজ সরদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম। উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ শরিফ উদ্দিনের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা প্রকৌশলী আফসার উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফখরুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা, চন্দন দত্ত, ফেঞ্চুগঞ্জ মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম হোসেন, উপজেলা ভেটেনারী সার্জন কামরুল নাহার আক্তার প্রমুখ।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার