এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রচেষ্টায় ২৫টি রাস্তার জন্য সাড়ে ৫ কোটি টাকা বরাদ্দ লাভ
২০ জুন ২০১৭, ১২:৪৫
সিলেট-৩ আসনের উন্নয়নের রূপকার দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ একাংশের মাটি ও মানুষের নেতা জননেতা মাহমুদ উস সামাদ চৌধুরী এম.পি’র একান্ত একক প্রচেষ্টায় নির্বাচনী এলাকার ২৫ টি রাস্তা রক্ষণা-বেক্ষণ জন্য সাড়ে ৫ কোটি টাকা অনুমোদন করিয়েছেন।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ১৯ জুন সোমবার এলজিইডি অফিস ঢাকা থেকে সাড়ে ৫ কোটি টাকা অনুমোদন করে টেন্ডারের জন্য সিলেট অফিসে পাঠানো হয়েছে। এই কোটি টাকার মধ্যে শুধু দক্ষিণ সুরমা উপজেলায় ৩ কোটি ছয় লক্ষ টাকা ব্যয়ে ১৭ টি রাস্তা রক্ষণা-বেক্ষণ করা হবে। সেগুলো হলো-
১. মোল্লারগাঁও মাসুকগঞ্জ-আনন্দবাজার সড়ক। ২. মীরেরগাঁও-সমসপুর-মূর্তি ইসলামপুর-হাসনপুর সড়ক। ৩. জালালপুর কলেজ-খাতিরা-খন্দকার বাজার সড়ক। ৪. বটেরতল-চর মোহাম্মদপুর সড়ক। ৫. ঈদগাহ-তুরুকখলা সড়ক। ৬. ধরমপুর-মোহাম্মদপুর সড়ক। ৭. তেতলী-বানেশ্বরপুর সড়ক। ৮. নিজ জালালপুর-বুরুন্ডা আনিলগঞ্জ বাজার সড়ক। ৯. আজমতপুর-শাহজালাল হাই স্কুল সড়ক। ১০. নইখাই-তিরাশিগাঁও সড়ক। ১১. কামাল বাজার-লক্ষীবাশা-মাসুকগঞ্জ বাজার সড়ক। ১২. জাপা-নিমাদল সড়ক। ১৩. সিরাজ উদ্দিন একাডেমী-পূর্ব শ্রীরামপুর সড়ক। ১৪. রাখালগঞ্জ বাজার-ইনাত আলীপুর বাজার সড়ক। ১৫. ইলাইগঞ্জ-আশুগঞ্জ বাজার সড়ক। ১৬. বদিকোনা-বলদি সড়ক। ১৭. নাজির বাজার-জাফরাবাদ-বাঘেরখলা সড়ক।
ফেঞ্চুগঞ্জের ৫টি- ১. নুরপুর ফেরীঘাট-ফরিদপুর ভায়া দেলওয়ার হোসেন চৌধুরী জামে মসজিদ সড়ক। ২. পিঠাইটিকর( ফেঞ্চুগঞ্জ পূর্ববাজার)- গুচ্ছগ্রাম সড়ক। ৩.মাইজগাঁও পশ্চিম বাজার-চেরাগী জামে মসজিদ সড়ক। ৪. ভাটেরা রোড (মনির আহমদ হাউজ)-জুরু মিয়া হাউজ ভায়া পূর্ব কায়েস্তগ্রাম মসজিদ সড়ক। ৫. মাইজগাঁও মাঠ-মোগলপুর-ছত্তিশ সড়ক।
বালাগঞ্জের- ১. খন্দকার বাজার- নশিওরপুর সড়ক। ২. তালতলা বাজার- জামালপুর-আনোয়ারপুর-খন্দকার বাজার সড়ক। ৩. দনারাম মৈত্রী সেতু পশ্চিম গৌরীপুর ইউনিয়ন রোড ভায়া মুন্সিবাজার পূর্ব আতাসন মসজিদ সড়ক
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন