প্রচ্ছদ

ফেঞ্চুগঞ্জে ত্রাণ বিতরণে মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি

১২ জুলাই ২০১৭, ১৪:০৭

ফেঞ্চুগঞ্জ সমাচার

সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, বন্যার্ত লোকদের সাহায্যে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানরা এগিয়ে আসার মাধ্যমে ক্ষতিগ্রস্ত লোকদের ক্ষতি পুষিয়ে তোলা সম্ভব। দলমত নির্বিশেষে বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান। এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী গত সোমবার ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নে ত্রাণ বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সহকারী কমিশনার ভূমি মো. আনিসুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান শহিদুর রহমান রুমান, ফেঞ্চুগঞ্জ থানার ওসি নাজমুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত আলী, আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম হোসেন, আওয়ামীলীগ নেতা আব্দুল আউয়াল কয়েস, শাহজাহান শাহ, নুরুল ইসলাম পংকি, আব্দুল কাইয়ুম, জুনেদ আহমদ, আব্দুল আহাদ, নাসির উদ্দিন রিজু। এ সময় এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী বন্যার্ত লোকদের মধ্যে জনপ্রতি ৩০ কেজি চাল ও নগদ ৫শ’ টাকা করে বিতরণ করেন।

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার