সাইবার অপরাধীদের রক্ষা নেই
১৫ জুলাই ২০১৭, ১৭:৫০
বালাগঞ্জ (সিলেট) থেকে মো. জিল্লুর রহমান জিলু; সিলেট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতাসীন বর্তমান সরকার একটি সফল সরকার হিসেবে বিশ্ব দরবারের প্রশংসা কুড়িয়েছে। দেশের উন্নয়ন এবং অগ্রগতির বিষয়ে জনগণ সরকারের প্রতি আস্থা প্রকাশ করছে। কিন্তু এক শ্রেণির সাইবার অপরাধী সরকারের তথ্য প্রযুক্তি সুবিধা গ্রহণ করে দেশের সরকার, প্রধানমন্ত্রী এবং সাধারণ মানুষের মান-সম্মান নিয়ে ছিনিমিনি খেলা শুরু করেছে। এদের ব্যাপারে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। এসব অপরাধী এবং তাদের প্রশ্রয়দাতাদের ছাড় দেওয়া হবে না, সাইবার অপরাধীদের রক্ষা নেই। তথ্য-প্রযুক্তি আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, জান-মালের নিরাপত্তার পাশাপাশি জনগণের ইজ্জতের নিরাপত্তা প্রদানের ব্যাপারেও সরকার আন্তরিক রয়েছেন। নাগরিক সমাজের যে কেউ এসব সাইবার অপরাধীদের বিরুদ্ধে প্রতিকার চাওয়ার অধিকার রয়েছে। আপনারা অপরাধীদের বিরুদ্ধে সোাচ্চার হোন, এদের প্রতিহত করুন।
আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরী গতকাল শনিবার দুপুরে বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের ৪শ বন্যার্ত পরিবারের মধ্যে ১০কেজি করে চাল বিতরণকালে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি বন্যার্ত মানুষের উদ্দেশ্যে বলেন, হতাশ হওয়ার কারণ নেই সরকার দুর্গতদের সকল প্রকার সাহায্য-সহায়তা দিতে প্রস্তুত রয়েছে। ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আহমদ আলী।
সাবেক ছাত্রনেতা জিয়াউল হক পান্নার পরিচালনায় অনুষ্ঠানে বিশষে অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ সিংহ, বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ এসএম জালাল উদ্দিন, দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির খসরু, আওয়ামী লীগ নেতা মো. দিলু মিয়া, ইছরাক আলী, হাজী সায়েস্তা মিয়া, ডা. মুহিবুর রহমান শাহিন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ময়নুল ইসলাম সালেহ, সমাজসেবী গিয়াস উদ্দিন, ইউপি সদস্য আয়ুব উল্লাহ, আব্দুল জলিল বেবী, সামসুল ইসলাম ইরণ, এসএম সাহেদ, আমির উদ্দিন রতন, রাধা রাণী দাস, সাহেলা বেগম, সাবেক ইউপি সদস্য নেওছার আলী, হোসাইন আহমদ শামীম, আলাউদ্দিন আহমদ, ইউনিয়ন যুবলীগের সভাপতি কয়েসুল আলম কয়েস, সহ-সভাপতি আব্দুল শাহাদত রুকন, যুবলীগ নেতা আব্দুর রকিব, আব্দুশ শহীদ খান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এমরুল হক, ছাত্রলীগ নেতা রাজু আহমদ, জসিম আহমদ প্রমুখ।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন