প্রচ্ছদ

দক্ষিণ সুরমা তিন ইউনিয়নে ত্রাণ বিতরণ করেছেন- মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি

২৩ জুলাই ২০১৭, ১০:৩৭

ফেঞ্চুগঞ্জ সমাচার

সিলেট-৩ আসনের এমপি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, অন্য কোন দেশের উপর নির্ভরশীল না হয়ে আওয়ামীলীগ সরকার দেশের দুর্যোগময় মুহূর্ত মোকাবেলা করে যাচ্ছে। বন্যার্ত কৃষক ভাইদের দুঃখ দুর্দশা লাঘবে সরকার আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে। দেশের দরিদ্র জনগোষ্ঠী কেউ যেন উপবাস না থাকে সেদিকে জনপ্রতিধিদের নজর দিতে হবে। তিনি সরকারের পাশাপাশি বন্যার্তদের পাশে প্রবাসী ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ২২ জুলাই শনিবার সকালে দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এম খলিল এর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আহমদ হোসেন খোকনের পরিচালনায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, আওয়ামীলীগ নেতা খিজির খান, মোগলাবাজার থানার ওসি মোঃ খায়রুল ফজল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সফিক উদ্দিন আহমদ, সাবেক চেয়ারম্যান নূরুল ইসলাম আলম, ইউনিয়ন আওয়ামীলগের সাধারন সম্পাদক আতিকুল হক, সহ সভাপতি আতিক আহমদ, সাবেক মেম্বার আব্দুল আহাদ, শিব্বির আহমদ, পাকি মিয়া, মানিক মিয়া, আব্দুর রউফ, উপস্থিত ছিলেন ইউপি সচিব নজরুল ইসলাম, ইউপি মেম্বার দেলওয়ার হোসেন, কামরুল ইসলাম, হেলাল উদ্দিন আহমদ, শরিফ উদ্দিন আহমদ, মিছবাহ আহমদ টুনু, আশিকুর রহমান টিপু, শায়েদুর রহমান, রিয়াজ উদ্দিন, হিরা মিয়া, মালেকা বেগম, মনোয়ারা বেগম, সাহিদা বেগম, ছাত্রলীগ নেতা মনসুর আহমদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মধ্যে জনপ্রতি ১০ কেজি করে এক হাজার জনকে ত্রাণ বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী।

 

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার