ফেঞ্চুগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৭ ও পুরষ্কার বিতরণ
০৬ আগস্ট ২০১৭, ১২:৪২
৬ আগষ্ট রবিবার ফেঞ্চুগঞ্জে উপজেলা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৭ পালন। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী সভাপতিত্ব করেন উপজেলা ভূমি কর্মকর্তা আনিসুর রহমান, সভা পরিচালনা করেন উপজেলা একাডেমীক সুপারভাইজার সীমা সরকার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম শ্যামা, মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ নুরুল হুদা, ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ভাষ্কর রঞ্জন দাস, উপজেলা শিক্ষা অফিসার শফিক উদ্দিন, কাসিম আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাদ উদ্দিন, ফরিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহিব আলী, পিপিএম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জুবেদ আহমদ চৌধুরী শিপু, দনারাম উচ্চ বিদ্যাঃ প্রধান শিক্ষক আহবাবুর রহমান, ঘিলাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিছবাউর রহমান, হাটুভাঙ্গা মাদ্রাসার অধ্যক্ষ মাঃ বাহাউদ্দিন। উপস্থিত ছিলেন আকরাম হোসেন, শাহজান শাহ, পারভেজ আহমদ প্রমূখ।
পুরষ্কার গ্রহন করেন শ্রেষ্ঠ শিক্ষার্থী পিপিএম উচ্চ বিদ্যালয় নাফিজা আনজুম শৈলী, ফেঞ্চুগঞ্জ মোহাম্মদীয়া মাদরাসা আব্দুল্লাহ আল মামুন, ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের মারজানা হক, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক মাহমুদ উস সামাদ ফারজানা চৌঃ গার্লস স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক নিউটন রায়, মানিককোনা দারুল ক্বেঃ দাখিল মাদরাসার সহকারী মৌলভী মোঃ মাহবুবুর রহিম, ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক কমল পাণি চৌঃ, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান দনারাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহবাবুর রহমান, মানিককোনা দারুল ক্বেঃ দাখিল মাদরাসার সুপার মাওঃ আব্দুস শুকুর, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান মাহমুদ উস সামাদ ফারজানা চৌঃ গার্লস স্কুল এন্ড কলেজ ও আলআমিন জামেয়া দাখিল মাদরাসা, শ্রেষ্ঠ স্কাউট মাহমুদুল হাসান তাশরীফ, শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ সৈয়দ রিয়াছদ আলী উচ্চ বিদ্যালয়, শ্রেষ্ঠ গার্লস গাইড সীমা বেগম মাহমুদ উস সামাদ ফারজানা চৌঃ গার্লস স্কুল এন্ড কলেজ,শ্রেষ্ঠ গার্লস গাইড শিক্ষক মাহমুদ উস সামাদ ফারজানা চৌঃ গার্লস স্কুল এন্ড কলেজের শরীরচর্চা শিক্ষক আফজাল হেসেন, শ্রেষ্ঠ গার্লস গাইড গ্রুপ মাহমুদ উস সামাদ ফারজানা চৌঃ গার্লস স্কুল এন্ড কলেজ, শ্রেষ্ঠ রোভার ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজ আলী হোসেন, শ্রেষ্ঠ রোভার শিক্ষক ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক বিপুল চন্দ্র দত্ত, শ্রেষ্ঠ রোভার গ্রুপ ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজ, শ্রেষ্ঠ বিএনসিসি ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের জলিল মিয়া।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন