প্রচ্ছদ

বঙ্গবন্ধু ছিলেন স্বাধীন বাংলার একজন পথপদর্শক-আফসার আজিজ

১৭ আগস্ট ২০১৭, ২৩:৪২

ফেঞ্চুগঞ্জ সমাচার

রুমেল আহমদঃসিলেট জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি আফসার আজিজ বলেছেন, প্রতিবছর ঘুরে আগস্ট মাস এলেই প্রতিটি বাঙ্গালীর হৃদয় হুহু করে কেঁদে ওঠে এতে কোন সন্দেহ নেই। বঙ্গবন্ধু শুধু একজন নেতাই ছিলেন না তিনি ছিলেন স্বাধীন বাংলার একজন পথপদর্শক যার নেতৃত্বেই অর্জন হয় বাংলার স্বাধীনতা যার মাধ্যমে বাঙ্গালীরা তাদের বেঁচে থাকার সকল অধিকার ফিরে পায়। বঙ্গবন্ধু আর বাংলার স্বাধীনতা একই সূতোই গাঁথা বাংলাদেশ নামের একটি মালার নাম।

বৃহস্পতিবার বিকাল ৪টায় উত্তর কুশিয়ারা ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ কর্তৃক আয়োজিত শোক রালী,আলোচনা সভা ও শিরনী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

উত্তর কুশিয়ারা ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি শিপন পাল’র সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্যে জেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েছ বলেছেন,বঙ্গবন্ধুকে বাদ দিয়ে কোনদিন বাংলার ইতিহাস রচনা করা যায়নি যাবেনা। বঙ্গবন্ধুকে হত্যা করে এদেশ থেকে বঙ্গবন্ধুর নাম মুছে দেয়ার চেষ্টা যারাই করেছে তারাই আজ অস্তিত্ব সংকটে পড়ে দিশেহারা।

উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাছিত আহমদ ও উত্তর কুশিয়ারা ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক’র যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান-০১ শহিদুর রহমান রুমান,উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি বিজন কুমার দেবনাথ, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল কয়েছ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নেতা শাহজাহান শাহ্,উপজেলা যুবলীগের আহ্বায়ক মাসার আহমদ শাহ্,উপজেলা সেচ্ছাঘিলাছড়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক জিল্লুর রহমান,ঘিলাছড়া ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের মিনহাজ উদ্দিন আহমদ,উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি আকবর হোসেন,উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি নাহিদ সুলতান পাশা,সাংগঠনিক সম্পাদক জাবেদুর রহমান ডেনেস,ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি জুবের আহমদ সনি, উত্তর কুশিয়ারা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জুনেল আহমদ,সহ সভাপতি মাধক পাল।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার