শেখ রাসেল শিশু কিশোর পরিষদ শিক্ষিত মানুষের পাঠশালা – মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি
১৯ আগস্ট ২০১৭, ০৯:১৯
সিলেট-৩ আসনের এমপি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ শিক্ষিত মানুষের পাঠশালা। এখান থেকে সুশৃঙ্খল, আদর্শবান ও সত্যনিষ্ঠাবান মানুষ গড়ে উঠে। শিশু কিশোরদের মনের বিকাশ ঘটাতে চিত্রাংকন সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিক্ষিত জাতি গঠতে হলে শিশু কিশোরদের লেখাপড়ার প্রতি মনোযোগি হয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গড়তে হবে।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ১৮ আগস্ট শুক্রবার বিকেলে দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের চৌধুরী বাজারে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি সুয়েব আহমদের সভাপতিত্বে ও মনসুর আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি ডা. রকিবুল হাসান জুয়েল, সাধারণ সম্পাদক লিটন দাস, মো জেলা স্বেচ্ছাসেবক লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক গলাবাজার থানার ওসি মোঃ খায়রুল ফজল, নিরুপম চক্রবর্তী শুভ্র, দাউদপুর ইউপির সাবেক চেয়ারম্যান নূরুল ইসলাম আলম, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আহমদ হোসেন খোকন, সাধারণ সম্পাদক আতিকুল হক। শাহ দাউদ কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ছদরুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনেদ আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক জয়ন্ত গোস্বামী, সাব্বির আহমদ প্রমুখ। কুরআন থেকে তেলাওয়াত করেন কামরান আহমদ।
*