প্রচ্ছদ

সরকারের মেয়াদকালের মধ্যে সকল রাস্তার সংস্কার ও উন্নয়ন কাজ সম্পন্ন হবে -সামাদ চৌধুরী এমপি

১২ নভেম্বর ২০১৭, ১৭:৫৯

ফেঞ্চুগঞ্জ সমাচার

সিলেট-৩ আসনের এমপি, প্রতিরক্ষ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, আমার নির্বাচনী এলাকার সকল রাস্তা এ সরকারের মেয়াদকালের মধ্যে সংস্কার ও উন্নয়ন কাজ সম্পন্ন হবে। ইতিমধ্যে দক্ষিণ সুরমা উপজেলার ২৭টি রাস্তার সংস্কার কাজ শুরু হয়েছে। দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের একাংশে গত ৮ বছরে স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি, শিক্ষা, বিদ্যুৎ ক্ষেত্রে যে উন্নয়ন হয়েছে অতীতে আওয়ামীলীগ সরকার ব্যতীত কোন সরকারের আমলে হয়নি। এই এলাকার জনপ্রতিনিধি হিসেবে জনগণের পাশে থেকে আমি আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ অত্র এলাকার উন্নয়নে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ১২ নভেম্বর রোববার দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ও জালালপুরে ৭৫ লাখ টাকা ব্যয়ে ২টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনকালে পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

এ সময় অনুষ্ঠান দুটি বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযুদ্ধে আলহাজ¦ সাইফুল আলম, যুগ্ম সম্পাদক রাজ্জাক হোসেন, জেলা আওয়ামীলীগ নেতা শহিদুর রহমান শাহীন, উপজেলা সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম ও এম.এ হক, সাবেক চেয়ারম্যান আলহাজ¦ চুনু মিয়া, উপজেলা আওয়ামীলীগ নেতা শাহ ছমির উদ্দিন, কৃষকলীগ নেতা হাজী দুদু মিয়া, মোগলাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শানর মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহমদ মেম্বার, জালালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবুল মিয়া, সাধারণ সম্পাদক ওয়েছ আহমদ, মোগলাবাজার ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জোনাব আলী, এ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নুরুল ইসলাম, প্রধান শিক্ষক হালিমা খাতুন, উপজেলা যুবলীগ নেতা সুহেল আহমদ কর্নেল, এডভোকেট শামীম আহমদ, সুরঞ্জিত দাস, প্রভাষক নিরূপম চক্রবর্ত্তী শুভ্র, উপজেলা ছাত্রলীগের সভাপতি ছদরুল ইসলাম, সুমন তালুকদার, আব্দুস সামাদ, জাকারিয়া উল হক, দুলাল আহমদ, আওয়ামীলীগ নেতা আব্দুল মুক্তাদির, নিখিল চন্দ্র দাস, বিশিষ্ট মুরব্বী চুনু মিয়া, শিক্ষক লিটন চন্দ্র দাস, আকবর আলী, রাশেদুল ইসলাম কাইয়ুম, আব্দুস সালাম, শামীম আহমদ, মঈন উদ্দিন, বিন্দাবন দাস, সাদিক আহমদ প্রমুখ।

৩১ লক্ষ ২০ হাজার টাকা ব্যয়ে জালালপুর জিসি-আনিলগঞ্জ বাজার-আরএইচডি (রেঙ্গা মাদ্রাসা) সড়ক মেরামত শেষে উদ্বোধন ও ৪৩ লক্ষ ১৭ হাজার টাকা ব্যয়ে মোগলাবাজারের আরএইচডি ধরমপুর মোহাম্মদপুর সড়ক (দক্ষিণ সুরমা অংশ) সড়ক বিসি দ্বারা উন্নয়ন কাজের উদ্বোধন করেন মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার