প্রচ্ছদ

ফেঞ্চুগঞ্জ মুক্ত দিবস আজ

১১ ডিসেম্বর ২০১৭, ০৯:০৭

ফেঞ্চুগঞ্জ সমাচার

১১ ডিসেম্বর ফেঞ্চুগঞ্জ মুক্ত দিবস । আজকের এই দিনে ১৯৭১ সালে  সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা পাকিস্তানি হানাদার বাহিনী মুক্ত হয়। মহান মুক্তিযুদ্ধ চলাকালে ৪ মে পশ্চিমা হানাদার বাহিনী ফেঞ্চুগঞ্জ উপজেলা সদরে প্রবেশ করে এদেশীয় দালালদের সহায়তায় মেতে ওঠে হত্যা-নির্যাতন যজ্ঞে। হানাদার বাহিনী গান পাউডার ছিটিয়ে উপজেলার ইসলামপুর গ্রামের উপজেলা আওয়ামীলীগের তৎকালীন সভাপতি হাজী আছকর আলীর নতুন ও পুরাতন বাড়ি জ্বালিয়ে দেয়। হানাদার বাহিনীর হাতে তার বড় ছেলে ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আসাদুজ্জামান বাচ্চু প্রথম শহীদ হন। পাকিস্তানি হানাদার বাহিনী উপজেলার গুরুত্বপূর্ণ স্থান সমূহে শক্ত ঘাটি গড়ে তুলে। ফেঞ্চুগঞ্জ সারকারখানার (অতিথি ভবণ) ঘাঁটিতে চালাতো নারী নির্যাতন। ফেঞ্চুগঞ্জ পশ্চিম বাজারে বিশাল ‘কাইয়াগুদাম’ পরিনত হয় হায়েনাদের বন্দি শালায়। হত্যা নির্যাতনে কত বাঙ্গালীর বুকের রক্তে সিক্ত হয়েছে কাইয়ারগুদামে তা জানা যায়নি। প্রতি রাতে বন্দি মুক্তিযোদ্ধাদেরকে গুলি করে হত্যা করা হতো। এরপর কুশিয়ারার বুকে লাশ ভাসিয়ে দিতো জল্লাদরা। ফেঞ্চুগঞ্জ মুক্ত হবার পর কাইয়ারগুদামে শত শত জনতার ভিড় জমে এবং স্বজন হারাদের আহাজারিতে বাতাস ভারি হয়ে ওঠে। ফেঞ্চুগঞ্জ থেকে পালিয়ে যাবার পূর্বে বর্বর হানাদাররা কুশিয়ারার দক্ষিণ পাড়ে ফেঞ্চুগঞ্জ বাজার ও রাজনপুর এলাকায় বিশাল গাড়ির বহর পুড়িয়ে দেয়। অন্যান্য যুদ্ধ সামগ্রীও বিনষ্ট করে। অনেক খন্ড যুদ্ধের পর ১০ ডিসেম্বরই হয় বড় ধরনের সম্মুখ যুদ্ধ। কুশিয়ারা নদীর উত্তর পাড়ে পাক হানাদাররা অবস্থান নেয়। দক্ষিণ পাড় থেকে মুক্তি বাহিনী ও মিত্র বাহিনী কুশিয়ারা রেল সেতুর ওপর দিয়ে উত্তর পাড়ের দিকে অগ্রসর হয়। তখন আতর্কিত আক্রমন করে পাক সেনারা। সেতুর ওপর দিয়ে সারি বদ্ধ মুক্তি বাহিনী ও মিত্র বাহিনীর সদস্যরা মুহুর্তের মধ্যে ঝাপিয়ে পড়েন কুশিয়ারা নদীর বুকে। এ যুদ্ধে কতজন মুক্তিসেনা ও মিত্র সেনা শহীদ হয়েছিলেন তা জানা যায়নি। তবে উত্তর পাড়ের ধান ক্ষেতে বা ব্যাংকারে ৫ শত্রু সেনার লাশ পাওয়া যায়। বীর মুক্তি বাহিনী ও মিত্র বাহিনীর যৌথ লড়াইয়ে পর্যুদস্ত পাক হানাদাররা পর দিন ফেঞ্চুগঞ্জের মাটি ছেড়ে সিলেটের দিকে পালিয়ে যেতে বাধ্য হয়।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার