ফেঞ্চুগঞ্জ বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন
১১ ডিসেম্বর ২০১৭, ১৪:০৩
ফেঞ্চুগঞ্জ ২শ’ ৩০ কেবি সাব-স্টেশনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। অগ্নিকাণ্ডের পরপরই সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও কুমিল্লার কিছু এলাকায় বিদ্যুৎ
সরবরাহ আপাতত বন্ধ রয়েছে।
সোমবার (১১ ডিসেম্বর) বেলা ১১টায় ট্রান্সফরমারে আগুন লাগার পর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে।
বিদ্যুৎ বিতরণ বিভাগ সিলেটের প্রধান প্রকৌশলী রতন কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুন ধরায় বেশ কিছু এলাকা বিদ্যুৎবিহীন রয়েছে। আগুন লাগার বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি। তিনি বলেন যত দ্রুত সম্ভব বিদ্যুৎ বন্ধ হয়ে যাওয়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।
তবে কিভাবে আগুনের সূত্রপাত তাৎক্ষনিক ভাবে জানানো পারেননি সংশ্লিষ্টরা। তবে ফেঞ্চুগঞ্জ বিদ্যুৎ উপকেন্দ্র ( ওয়াপদা) ইনর্চাজ নিকসন চন্দ্র দাস জানান, সকালে পাওয়ার ট্রান্সমিটারে ধোয়ার কুন্ডলী দেখে কতৃপক্ষকে জানান। পরে ফেঞ্চুগঞ্জ ফায়ার স্টেশন, সার কারখানা ফার স্টেশন দীর্ঘ সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে না পারায় সিলেট ফায়ার স্টেশন এসে আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এখনও বিদ্যুৎ উপকেন্দ্রের ভিতরে ধোয়ার কুন্ডলী দেখা যাচ্ছে বলেও জানান তিনি।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন