আমাদের শপথ নিতে হবে সুখী সমৃদ্ধ দেশ গড়ার —- মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি
২২ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:২২
সিলেট-৩ আসনের এমপি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, শহীদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবসে আমাদের শপথ নিতে হবে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ দেশ গড়ার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লালিত স্বপ্ন মানুষের ৫টি মৌলিক অধিকার নিশ্চিত করা। এই স্বপ্নকে বাস্তবায়ন করতে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন মধ্য আয়ের দেশ হিসেবে পরিণত হতে চলেছে।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ২১ ফেব্রুয়ার বুধবার বিকেলে শহীদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস উপলক্ষে ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে সারকারখানা গেইট প্রাঙ্গণ বঙ্গবন্ধু স্কয়ারে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত আলীর সভাপতিত্বে, আওয়ামীলীগ নেতা মাহফুজুর রহমান জাহাঙ্গীর ও যুবলীগ নেতা মাহবুবুল ইসলাম চৌধুরী মিসলুর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম মানিক, সহ সভাপতি নজরুল ইসলাম মিফতার, সিরাজুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মামুন আহমদ নেওয়াজ, আব্দুল আউয়াল কয়েস, ভাইস চেয়ারম্যান শহিদুর রহমান রোমান, জুবেদ আহমদ চৌধুরী শিপু, মাইজগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক সাইস্তা, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আলতাউর রহমান টুনু, সারকারখানা সিবিএ সভাপতি সালেহ আহমদ, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক হাজী আবু মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম হোসেন, উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুুজিবুর রহমান, উত্তর কুশিয়ারা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লোকমান আলী লছমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ডি এম ফয়ছল, উপজেলা স্বেচ্ছাসেবলীগ সভাপতি বিজন কুমার দেব নাথ, যুবলীগ নেতা আব্দুল মছব্বির, দিদারুল আলম নিমু, পারভেজ আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনেদ আহমদ, সাধারণ সম্পাদক ফারহান সাদিক, উপজেলা শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের সভাপতি আব্দুল হামিদ, সম্পাদক মুমিনুর রহমান, ফেঞ্চুগঞ্জ কলেজ ছাত্রলীগের সভাপতি জুবের সানি। সভায় উপস্থিত ছিলেন উত্তর কুশিয়ারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নূরুল ইসলাম পংকি, আওয়ামীলীগ নেতা আব্দুল মালিক তিতন, আব্দুল আহাদ, সামছুল ইসলাম হেলন, দক্ষিণ সুরমা ছাত্রলীগের সভাপতি ছদরুল ইসলাম, ছাত্রলীগ নেতা জালাল আহমদ প্রমুখ
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন