প্রচ্ছদ

‘বার্সার সব পাওয়ার এক রাত’

০৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:১৬

ফেঞ্চুগঞ্জ সমাচার

download04/02/16: ভালেন্সিয়াকে উড়িয়ে দেওয়া ম্যাচটি বার্সেলোনার জন্য পরিপূর্ণ একটি বিজয় বলে উল্লেখ করেছেন হ্যাটট্রিক করা লুইস সুয়ারেস।
মেসি-সুয়ারেসের গোলবন্যায় ফাইনালে এক পা বার্সার
নিজেদের মাঠে কোপা দেল রের সেমি-ফাইনালের প্রথম পর্বে গত বুধবার বার্সেলোনার জয়টি ৭-০ গোলের। লুইস সুয়ারেস একাই করেন চার গোল। আর লিওনেল মেসি করেন তিনটি।

সুয়ারেস অবশ্য নিজের অর্জনের চেয়ে দলের সাফল্যকেই বড় করে দেখছেন।

“এটা এ মৌসুমে আমাদের সম্পূর্ণ ম্যাচগুলোর একটি ছিল। আমাদের সব পরিকল্পনাই কাজ করেছে।”

“সম্ভাব্য সেরা খেলাটা খেলতে আপনি সব সময়ই সাধ্যমতো সব কিছু করেন। কিন্তু আজকের রাতটি সব পাওয়ার রাতগুলোর একটি ছিল। এর কৃতিত্ব পুরো দলের,” যোগ করেন সুয়ারেস।

বড় জয়ে কোপা দেল রের ফাইনালে বলতে গেলে এক পা দিয়েই রাখল বার্সেলোনা। লুইস এনরিকের দলকে পেছনে ফেলে ফাইনালে যেতে হলে অসম্ভবকে সম্ভব করতে হবে ভালেন্সিয়ার। এর পরেও সতীর্থদের সতর্ক থাকার পরামর্শই দিলেন সুয়ারেস।
“এটা অনেক বড় লিড। কিন্তু কী হতে পারে তা আপনি জানেন না। এটাই ফুটবল।”

এ মৌসুমে বার্সেলোনার হয়ে অসাধারণ খেলছেন সুয়ারেস। কাতালুনিয়ার ক্লাবটির হয়ে এই প্রথম চার গোল পাওয়া উরুগুয়ের এই ফরোয়ার্ডের উচ্ছ্বসিত প্রশংসা করছেন অনেকেই। তবে সুয়ারেসের কাছে ব্যক্তির চেয়ে দলই বড়।

“আমি শুধু দলকে সাহায্য করতে চাই।”

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার