ফেঞ্চুগঞ্জে এলজিইডির সেলাই মেশিন বিতরণ
২১ জুলাই ২০১৯, ১৮:৩২
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : ফেঞ্চুগঞ্জে হতদরিদ্র পরিবারের নারীদের আয়বৃদ্ধিমূলক কাজের জন্য সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। রোববার (২১ জুলাই) সকালে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় পাবসসের ২০ নারী সদস্যদের মধ্যে উপজেলা পরিষদের হলরুমে সেলাই মিশন বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন বিতরণ করেন সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী।
উপজেলা এলজিইডির প্রকৌশলী রমাপদ দাসের সভাপতিত্বে ও উপ-সহকারী প্রকৌশলী ওয়াজিবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী এস এম মহসীন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান জাহিরুল ইসলাম মুরাদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা কর্মকার, ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান, পাবসসের সভাপতি সেলিম আহমদ। স্বাগত বক্তব্য রাখেন, পাবসসের সাাধারণ সম্পাদক আব্দুল মতিন। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম হোসেন।