প্রচ্ছদ

হজ ব্যবস্থাপনা প্রতিনিধি দলের সদস্য হিসেবে আজ সৌদি যাচ্ছেন মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি

০৪ আগস্ট ২০১৯, ০৮:৩৪

ফেঞ্চুগঞ্জ সমাচার

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে হজ প্রতিনিধি দলের সদস্য হয়ে সৌদি আরবে হজ ব্যবস্থাপনা কাজে তত্ত্বাবধান ও দিক নির্দেশনা প্রদানের জন্য ১০ সদস্যের প্রতিনিধি দলের সাথে সৌদি যাচ্ছেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী।

আজ ৪ আগস্ট রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাহমুদ উস সামাদ চৌধুরী সৌদি আরবের উদ্দেশ্যে রওয়ানা হবেন।  সৌদিতে থেকে আগামী ২১ আগস্ট দেশে ফিরবেন।

এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জবাসীর দোয়া কামনা করে বলেন- আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যে বিশেষ দায়িত্ব আমার উপর অর্পণ করা হয়েছে সেটা যেন আমি পালন করতে পারি। আল্লাহ যেন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে সুস্থতা দান করেন এবং তার সঠিক ও সুদৃঢ় নেতৃত্বে আমার প্রিয় জন্মভূমিকে সুখী, সমৃদ্ধশালী ও শান্তি দান করেন।

১০ সদস্যের প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হচ্ছেন- বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার কে.এম নুরুল হুদা, ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী এমপি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য মোঃ হাফেজ রুহুল আমীন মাদানী, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, মহিলা-৪৩ আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মোঃ আসাদুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-৩ মোঃ আজিজুর রহমান।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার