প্রচ্ছদ

থানা হবে নির্যাতিত নিপীড়িত মানুষের আশ্রয়স্থল – পুলিশ সুপার সিলেট

১৯ সেপ্টেম্বর ২০১৯, ১০:২২

ফেঞ্চুগঞ্জ সমাচার

সিলেটের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম বলেছেন, বর্তমান সরকার মাদক, ইভটিজিং, জঙ্গিবাদ, নারী ও শিশু নির্যাতন বন্ধে জিরো টলারেন্স গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে আমি প্রত্যেক থানায় যাচ্ছি। একটিই কারণ মানুষকে সচেতন করা, তাঁরা যেন আইনি সহায়তা সহজে পেতে পারেন এবং পুলিশ ক্লিয়ারেন্স, পাসপোর্ট ভেরিফিকেশন রিপোর্ট পেতে হয়রানির শিকার হলে আমাকে জানাতে পারেন।

তিনি প্রতিজ্ঞা করে আরো বলেন, সিলেট জেলার প্রতিটি থানা হবে নির্যাতিত, নিপীড়িত, অসহায় মানুষের আশ্রয়স্থল। এর ব্যত্যয় হলে দায়িত্ব পালনে অবহেলাকারী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। থানা দালাল ও টাউটমুক্ত করার ঘোষণা দেন পুলিশ সুপার। বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ কর্তৃক আয়োজিত জঙ্গিবাদ সন্ত্রাস মাদক ও সম্প্রসারিত বিট পুলিশিং  প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার গোলাপগঞ্জ সার্কেল রাশেদুল হক চৌধুরী।

ফেঞ্চুগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খালেদ হাসান চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা ইয়াসমীন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম হোসেন, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক এ আর সেলিম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মিছবা আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মুহিব উদ্দিন বাদল, সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল কয়েছ, ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লেইছ চৌধুরী, ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বদরুদ্দোজা, মুমিন ছড়া চা বাগানের পরিচালক মুসলেহ উদ্দিন খান, ফেঞ্চুগঞ্জ প্রেস ক্লাবের সহ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রবীন্দ্র কুমার নাথ, উপজেলা বণিক সমিতির আহ্বায়ক আব্দুল বারী, উপজেলা যুবলীগের আহ্বায়ক মাসার আহমদ শাহ্, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা হারুনুর রশীদ, ডাঃ জাকির হোসেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি হৃষীকেশ দেব রন্টু, উপজেলা সিএনজি শ্রমিক সংগঠনের সভাপতি আব্দুল মতিন, ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান শ্রমিক সংগঠনের সভাপতি রাসেল আহমদ টিটু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি আব্দুল হাই নন্না ও উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনেদ আহমদ।

স্বাগত বক্তব্য রাখেন, ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন থানা মসজিদের ইমাম কামরুল ইসলাম খান। গীতা পাঠ করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিজন দেবনাথ।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার