ফেঞ্চুগঞ্জ সার্কুলার রোডের ঢালাই কাজের উদ্বোধন করলেন মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি
২৮ অক্টোবর ২০১৯, ১১:২১
ফেঞ্চুগঞ্জে বহুল প্রতিক্ষিত ফেঞ্চুগঞ্জ-মাইজগাঁও-পালবাড়ী সড়কের ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার (২৭ অক্টোবর) বিকেল ৪ টায় সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী এ কাজের উদ্বোধন করেন।
এ সময় সড়ক ও জনপথ বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া, উপ-বিভাগীয় প্রকৌশলী নুরুল মজিদ চৌধুরী, উপ-সহকারি প্রকৌশলী সাইদুর রহমান ছাড়াও উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম, মাহমুদ উস সামাদ চৌধুরী এমপির বড় ভাই সাহিদ উস সামাদ চৌধুরী, ওহিদুল হক চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিরুল ইসলাম মুরাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শওকত আলী প্রমুখ।
উদ্বোধনকালে সংক্ষিপ্ত বক্তব্যে মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি বলেন, আজ থেকে এই সড়কের নামকরণ করা হলো ‘ফেঞ্চুগঞ্জ সার্কুলার রোড’। এই সড়কের জন্য আমার ফেঞ্চুগঞ্জ উপজেলাবাসী অনেক কষ্ট ও ত্যাগ স্বীকার করেছেন।
তিনি আরো বলেন, প্রায় ৪৬ কোটি টাকা ব্যয়ে এ ধরনের ব্যয়বহুল সড়ক নির্মানে অনেক সময় লেগে যায়। অনুরূপ সিলেট-সুলতানপুর সড়কের কাজ আগামী ২/৩ দিনের মধ্যে শুরু হবে বলে জানালেন মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি। এভাবে ক্রমান্বয়ে সকল উন্নয়নমূলক কাজ সম্পন্ন করা হবে বলে জানান তিনি।
স্পেক্ট্রা লিমিটেড এন্ড ওয়াহিদ কন্সট্রাকশন যৌথভাবে এ সড়কের নির্মানকাজ সম্পন্ন করবে। প্রকৌশলী নুরুল মজিদ চৌধুরী আরো জানান, এই সড়কটির নির্মাণ কাজ হবে দু’ভাগে, যার একভাগে রয়েছে আরসিসি ঢালাই আর অন্যভাগে গালাদ্বারা কার্পেটিং। ৯ কিলোমিটার ১’শ মিটারের মধ্যে ৩ কিলো ৪০০ মিটার হবে আরসিসি দ্বারা ঢালাই। প্রথমে হবে ৪ ইঞ্চি সিসি ঢালাই এবং পরে হবে ১২ ইঞ্চি অর্থাৎ ১ ফুট আরসিসি ঢালাই, যার চওড়া হবে ১৮ ফুট। এছাড়া এ সড়কের পাশে ড্রেন হবে সাড় ৫ কিলোমিটার।
প্রসংঙ্গতঃ প্রায় ৬ মাস পূর্বে এই সড়কের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছিল। বক্স-কাটিং ও সাব-বেইজের কাজ শেষে আজ থেকে শুরু হয়েছে সিসি ঢালাইয়ের কাজ।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন