প্রচ্ছদ

ফেঞ্চুগঞ্জের জুড়ি নদীর উপর ব্রিজ নির্মাণের জায়গা পরিদর্শনে এমপি সিলেট-৩

০৫ নভেম্বর ২০১৯, ১১:১৮

ফেঞ্চুগঞ্জ সমাচার

যাতায়াত ব্যবস্থা নৌকা! স্বাভাবিক যাতায়াত বা রুগী পরিবহন যাই হোক ঘর থেকে বের হলেই নৌকার প্রয়োজন।
এই আধুনিক যুগেও নৌকা ছাড়া সদরের সাথে যোগাযোগের উপায় নাই সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের গয়াসি-ভেলকোনা-সুরিকান্দি- জনপদের। হাকালুকি হাওর ঘেষা এই জনপদে বন্যার আক্রমণ বেশি। সেই সাথে নেই যোগাযোগ ব্যবস্থা। নদীপার হয়ে গাড়িতে উঠা বা নৌকা যোগেই ফেঞ্চুগঞ্জ সদরে আসতে হয় তাদের। ফেঞ্চুগঞ্জ এলাকার জুড়ি নদীর উপর একটি ব্রীজ হলে সহজেই সদরের সাথে যুক্ত হতে পারেন তারা। ব্রীজের দাবি পুরনে এগিয়ে এসেছেন সিলেট -৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী। ৩রা নিভেম্বর রোববার বিকালে ব্রীজ নির্মানের সম্ভাব্য জায়গা পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে ব্রীজসহ এই জনপদের সার্বিক উন্নতির ব্যাপারে আলোচনা করে দিক নির্দেশনা প্রদান করেন তিনি। এসময় আরো উপস্থিত ছিলে উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম মুরাদ,মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা ইয়াসমিন, আওয়ামী নেতা টিপু সুলতান, স্থানীয় ইউপি সদস্য আব্দুস সামাদ, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী ওয়াজিবুর রহমান, ব্যবসায়ী আব্দুল মুতালিব, আওয়ামিলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী। জুড়ি ব্রীজটি এখন আর স্বপ্ন নয়। বাস্তবেই রূপ নিচ্ছে অবহেতিল জনপদের স্বপ্ন। উপজেলা এলজিইডি উপ-সহকারী
প্রকৌশলী ওয়াজিবুর রহমান জানান, পিঠাইটিকর বেড়িবাধের পাশ দিয়েই ব্রীজটি নির্মান হবে। এতে করে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি পার্শ্ববর্তী গোলাপগঞ্জ উপজেলার সাথে সহজ যোগাযোগ হবে।
৫ নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন এর ভেলকোনা, গয়াসী, সুড়িকান্দী, সাইলকান্দীসহ গোলাপগঞ্জের সাথে আধুনিক সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে ফেঞ্চুগঞ্জের সাথে স্বপ্ন পুরন হচ্ছে ফেঞ্চুগঞ্জ নদী এলাকার মানুষের । ফেঞ্চুগঞ্জের জুড়ি নদীর উপর বহুল প্রতীক্ষিত ব্রিজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করায় কুশিয়ারা অঞ্চলের জনগন  সিলেট -৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী-কে  ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার