১জানুয়ারি থেকে ‘ফেঞ্চুগঞ্জবাজার’ সড়কে যান চলবে-সামাদ চৌধুরী এমপি
০৮ ডিসেম্বর ২০১৯, ১০:১৪
সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, ফেঞ্চুগঞ্জ সার্কুলার রোডের একটি অংশ অর্থাৎ ফেরিঘাট থেকে ফেঞ্চুগঞ্জ বাজার পর্যন্ত সড়ক ১ জানুয়ারী থেকে যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হবে।
আমার এলাকার জনগনের সুবিধার্থে এভাবে ধাপে ধাপে ৯ কিলোমিটার ১’শ মিটার দৈর্ঘ্য ফেঞ্চুগঞ্জ সার্কুলার রোড (ফেঞ্চুগঞ্জ-মাইজগাঁও-পালবাড়ী)’র নির্মাণ কাজ সম্পন্ন করা হবে।
এছাড়া এই সড়কের আরসিসি ঢালাই কাজ আরো বর্ধিত করা হয়েছে, বিশেষকরে টিলার পাশের ও পানির স্রোত যেখানে থাকবে ঢালাই বাকি অংশ হবে গালাদ্বারা কার্পেটিং।
শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে ফেঞ্চুগঞ্জ সার্কুলার রোডের কাজ ও ফরিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের কাজ পরিদর্শনকালে তিনি এ কথাগুলো বলেছেন।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী আরো বলেন, বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী। ফরিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে ৪ তলা বিশিষ্ট আইসিটি ভবন নির্মাণ করা হবে। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। ২০২০ খ্রিস্টাব্দের জুন মাসের মধ্যে ফেঞ্চুগঞ্জ হাসপাতাল থেকে মাইজগাঁও সড়ক, করিমপুর ও হাঠুঁভাঙ্গা সড়কের সংস্কার কাজ সম্পন্ন করা হবে।
প্রসঙ্গতঃ ২৭ অক্টোবর ৯ কিলোমিটার ১’শ মিটার দৈর্ঘ্য ফেঞ্চুগঞ্জ-মাইজগাঁও-পালবাড়ী সড়কের উদ্বোধন করেন সিলেট-৩ আসনের সাংসদ আলহাজ্জ¦ মাহমুদ উস সামাদ চৌধুরী। প্রায় ৪২ কোটি টাকা ব্যয়ে স্পেক্ট্রা লিমিটেড এন্ড ওয়াহিদ কন্সট্রাকশন যৌথভাবে এ সড়ক নির্মাণ কাজ করছে।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন