অসহায় রহিমা’র পাশে শিশু কিশোর পরিষদ সুনামগঞ্জের নেতারা
১২ জানুয়ারি ২০১৬, ২৩:৫৫
সুনামগঞ্জের প্রথম শহীদ আবুল হোসেন এর স্ত্রী অসহায় রহিমা বেগমকে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সুনামগঞ্জ জেলার আহবায়ক নুর মোহাম্মদ স্বজন এর পক্ষ থেকে কম্বল প্রদান করা হয়। সুনামগঞ্জের প্রথম শহীদ আবুল হোসেন এর স্ত্রী অসহায় রহিমা বেগম এই শীতের দিনে শীত কাটানোর মত কোন বস্ত্র ছাড়া খুব কষ্টে দিন যাপন করছিলেন। এ সংবাদ পাওয়ার পর শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সুনামগঞ্জ জেলার আহবায়ক নুর মোহাম্মদ স্বজন ছুটে যান তার বাড়িতে ইব্রাহিমপুরে। তার পক্ষ থেকে রহিমা বেগমকে একটি কম্বল প্রদান করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন সুরমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমীর হেসেন রেজা, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সুনামগঞ্জ জেলার সদস্য নিঝুম তালুকদার,স্বাক্ষর রায়,স্থানীয় ইউপি সদস্য ও ব্যাক্তিবর্গ।
এ সময় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সুনামগঞ্জ জেলার আহবায়ক নুর মোহাম্মদ স্বজন তার শারীরিক খোঁজখবর নেন ও তার শারীরিক কোন অসুস্থতা দেখা দিলে কোন মাধ্যমে তাকে খবর পাঠানোর আহবান জানান এবং তিনি সাধ্যমত তাকে সহযোগিতার আশ্বাসও দেন।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন