বাংলাদেশ-ব্রিটেন সংসদীয় মৈত্রী গ্রুপের প্রথম বৈঠক অনুষ্ঠিত
২৯ জানুয়ারি ২০২০, ২১:২১
আজ সন্ধ্যায় বাংলাদেশ-ব্রিটেন সংসদীয় মৈত্রী গ্রুপের প্রথম বৈঠক ফারুক খাঁন এমপি’র সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বাংলাদেশ-ব্রিটেন মৈত্রী গ্রুপের সদস্য সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, রংপুর-৫ আসনের সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমান, পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য মোঃ রুস্তম আলী ফরাজী, মাহবুব আরা বেগম গিনি এমপি, মোঃ মকবুল হোসেন এমপি, রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, মোঃ আবদুস সোবহান মিয়া এমপি, আহসানুল ইসলাম টিটু এমপি, সৈয়দা জাকিয়া নুর, শেখ তন্ময় এমপি।
এই মৈত্রী গ্রুপ গঠনের মাধ্যমে বাংলাদেশ জাতীয় সংসদ ও ব্রিটেন জাতীয় সংসদ এর সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক স্থাপন, সংসদীয় রীতি-নীতি ও ভাবের আদান-প্রদান। এছাড়া রাজনৈতিক, সাংস্কৃতিক, বানিজ্যিক ও অর্থনৈতিক বিষয়ে দুদেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক দৃড়করণের ক্ষেত্রে সহযোগিতা প্রদান।
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার এ গ্রুপের প্রধান পৃষ্ঠপোষক ও ডেপুটি স্পিকার পৃষ্ঠপোষক থাকবেন।