প্রচ্ছদ

ফেঞ্চুগঞ্জ বাজারের নদীর পার পরিষ্কারের মাধ্যম ক্লিন ও গ্রীন ফেঞ্চুগঞ্জ এর কার্যক্রম শুরু

০২ ফেব্রুয়ারি ২০২০, ১৯:০৬

ফেঞ্চুগঞ্জ সমাচার

সামাজিক সংগঠন ক্লিন ফেঞ্চুগঞ্জ, গ্রীন ফেঞ্চুগঞ্জের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। শনিবার সকালে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম।

ক্লিন ফেঞ্চুগঞ্জ গ্রুপের প্রায় ১শ’ তরুন স্বেচ্ছাশ্রমে ফেঞ্চুগঞ্জ মধ্যবাজার খেয়াঘাটে ময়লা আবর্জনা, প্লাস্টিক, পলিথিন ইত্যাদি পরিস্কার কাজ শুরু করে গ্রুপ। ক্লিন ফেঞ্চুগঞ্জের কার্যক্রমে একাত্মতা প্রকাশ করে অংশ গ্রহন করেন ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান ও ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাব।

পরিস্কার পরিচ্ছন্নতা উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সহ সম্পাদক তাজুল ইসলাম বাবুলও ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান।
ফেঞ্চুগঞ্জ বাজারের দোকান, রেস্টুরেন্টগুলোতে গিয়ে ক্লিন ফেঞ্চুগঞ্জ, গ্রীন ফেঞ্চুগঞ্জের সচেতনমূলক লিফলেট বিতরণ করে যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলার অনুরোধ জানান।

আবর্জনার ভাগাড় খেয়াঘাট পরিস্কার করে সেখানে ফুলের চারা রোপন করে ক্লিন ফেঞ্চুগঞ্জ গ্রুপ। সকালে দেখা ময়লার ভাগাড়, বিকালে ফুল বাগানের মত দেখে হতবাক পথচারী ও শিক্ষার্থীরা।

পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন ক্লিন ফেঞ্চুগঞ্জ গ্রীন ফেঞ্চুগঞ্জের আশরাফুল ইসলাম খান লিমন, নাইমুল ইসলাম নাইম, ফরিদ উদ্দিন, আসিফ ইকবাল ইরন,আব্দুস সালাম তালুকদার, ওয়াহিদুল ইসলাম তফাদার,আহসানুল হাবিব,জুবেল আহমেদ,আব্দুল হামিদ, উপস্থিত ছিলেন গন কবি মফজ্জিল আলী, শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, আওয়ামিলীগ নেতা জিল্লুর রহমান, সমাজসেবক কামাল আহমেদ প্রমূখ।

ক্লিন ফেঞ্চুগঞ্জের টি-শার্ট ও অন্যান্য সামগ্রী সহযোগীতা করে আবহ সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার