প্রচ্ছদ

ফেঞ্চুগঞ্জে সাংসদ সামাদ চৌধুরীর উদ্যোগে হাত ধোয়ার ব্যবস্থা

২৬ মার্চ ২০২০, ১৩:৩৫

ফেঞ্চুগঞ্জ সমাচার

করোনা ভাইরাস প্রতিরোধে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার সার কারখানা বাজারে হাত ধোয়ার ব্যবস্থা করেছেন স্থানীয় সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী। গত মঙ্গলবার থেকে বাজারের পয়েন্টে এ ব্যবস্থা করা হয়েছে।

বাজারের কয়েকজন ব্যবসায়ী বলেন, “করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। সচেতনতার প্রথম শর্ত হচ্ছে হাত ধোয়া। মূলত পথচারীদের সচেতন করে তুলতেই হাত ধোয়ার এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’ সড়কের পাশে সুবিধার জন্য এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য স্থানীয় সাংসদের এই উদ্যোগ সাধুবাদ জানান তাঁরা।

মাহমুদ উস সামাদ চৌধুরী বলেন, অনেক পথচারী, চালক, ছোট ছোট শিশুরা, শ্রমিকরা কাজের পাশাপাশি সাবান দিয়ে হাত ধুয়ে পরিস্কার পরিচ্ছন্ন থাকতে পারে এবং করোনা সংক্রামণ হতে রক্ষা পেতে সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ ও ইবাদত-বন্দিগী করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করুন।করোনাভাইরাস থেকে আতঙ্কিত নয়, পরিষ্কার-পরিচ্ছন্ন ও সচেতন হউন, হাত ধুয়ে নিজেকে সুরক্ষা করুন।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার