প্রচ্ছদ

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সবাইকে সচেতন থাকার আহ্বান সাংসদ সামাদ চৌধুরীর

২৮ মার্চ ২০২০, ১৮:০৮

ফেঞ্চুগঞ্জ সমাচার

সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, আতঙ্কিত না হয়ে করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে। সচেতনতাই পারে প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধ করতে। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সচেতনতার কোন বিকল্প নাই।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের করোনা ভাইরাস মোকাবেলায় এগিয়ে আসার আহবান জানান। তারই পরিপ্রেক্ষিতে আমরা সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নির্বাচনী এলাকা পরিদর্শন করছি। আজ শনিবার সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী গত চারদিন ধরে ফেঞ্চুগঞ্জ, দক্ষিণ সুরমা ও বালাগঞ্জের জনগনের খোঁজ-খবর নিচ্ছেন। আজ শনিবার সকালে ফেঞ্চুগঞ্জ হাসপাতালের ডাক্তারদের সাথে এবং ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের সাথে করোনা ভাইরাস মোকাবেলায় বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়েছেন।

বিকালে দক্ষিণ সুরমা উপজেলার কুচাই, বরইকান্দি, মোল্লারগাঁও ও কামালবাজার ইউনিয়নের জনগনের খোঁজ-খবর নেন। সাংসদ সামাদ চৌধুরী দলীয় নেতা-কর্মীদের নিজ নিজ অঙ্গন থেকে করোনা ভাইরাস মোকাবেলায় নিজে সচেতন থেকে গরীব অসহায় মানুষদের সাহায্যে এগিয়ে আসার আহবান জানান।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার