প্রচ্ছদ

৫০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও ইফতার বিতরণ করলেন মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি

২০ মে ২০২০, ১১:০৪

ফেঞ্চুগঞ্জ সমাচার

করোনা ভাইরাস (Covid -19) এর প্রাদুর্ভাবে কর্মহীন গরীব ও অসহায় মানুষের মধ্যে ফেঞ্চুগঞ্জ কুশিয়ারা পাওয়ার কোম্পানি লিমিটেড এর পক্ষ থেকে আজ ১৯ মে, মঙ্গলবার, বিকেলে ত্রান ও ইফতার সামগ্রী বিতরন করেন এ কোম্পানির পরিচালক,
সিলেট ৩ আসনের সাংসদ, শেখ রাসেল শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় মহাসচিব,
মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি,
তিনি তার বক্তব্যে বলেন করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন লোকদের মধ্যে সরকারের পাশাপাশি কুশিয়ারা পাওয়ার কোম্পানি লিমিটেড পাশে রয়েছে, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকে কর্মহীন লোকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করে আসছে এ কোম্পানি, আজকে খাদ্য সামগ্রীর পাশাপাশি ইফতার সামগ্রী ও বিতরণ করা হচ্ছে, আজকের খাদ্য সামগ্রী বিতরনে একটি ব্যাতিক্রম রয়েছে,
যা পাচ্ছেন চাল, ময়দা,তেল, সেমাই, চিনি, ও রান্না করা ইফতার, আমি মনে করি সমাজে যারা বিত্তবান রয়েছেন অনেকে এগিয়ে এসেছেন, যারা এগিয়ে আসেননি আমি আশা করবো তারা অসহায় মানুষের পাশে সাহায্যের হাত প্রসারিত করবেন,
আমি এই এলাকার জনপ্রতিনিধি হিসাবে বিগত দুই মাসের অধিক সময় ধরে আমার নির্বাচনী এলাকায় অবস্থান করে সরকারি খাদ্য সামগ্রী বিতরনের পাশাপাশি আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরন করে যাচ্ছি। আল্লাহ যদি আমাকে সুস্থ রাখেন জনগণের পাশে থেকে অতিথের মত কাজ করে যাবো,
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী আজ মঙ্গলবার বিকেলে কুশিয়ারা পাওয়ার কোম্পানি লিমিটেড এর পক্ষ থেকে ফেঞ্চুগঞ্জ উপজেলা হেলিপ্যাড মাঠে কর্মহীন লোকদের মধ্যে ঈদ খাদ্য সামগ্রী ও ইফতার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে উপরোক্ত কথাগুলো বলেন,
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত আলী, ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান, ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন ইসকা, সাংবাদিক মামুনুর রশীদ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল কয়েস, আব্দুল হাই খসরু, দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান জাহাঙ্গীর, মাইজগাও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মইন উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল মালিক সাইস্তা,
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাসিক আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনেদ আহমদ, সাধারণ সম্পাদক ফারহান সাদিক, উপজেলা শেখ রাসেল পরিষদের সভাপতি আব্দুল হামিদ,সাধারণ সম্পাদক আব্দুল মুমিন, ছাত্রলীগ নেতা মেহরাব হোসেন জুনেল, সেকুল ইসলাম, রুবেল আহমদ প্রমুখ,

উল্লেখ্য কুশিয়ারা পাওয়ার কোম্পানি লিমিটেড এর পক্ষ থেকে প্রায় ১৫ লক্ষ টাকা ব্যয়ে করোনা ভাইরাসের ১ম পর্বে ১ হাজার পরিবার ও আজ ২য় পর্বে আজ ৫০০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী ও ইফতার বিতরণ করা হয়।
এছাড়া বিগত বন্যায় কুশিয়ারা পাওয়ার কোম্পানি লিঃ এর পক্ষ থেকে লক্ষ-লক্ষ টাকার ত্রান বিতরণ করা হয়েছিল এবং প্রতি বছর গরীব অসহায় মানুষের মাঝে সাহায্যে সহযোগিতা করা হয়ে থাকে।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার